বিশ্বজিৎ দাস: গুয়াহাটি
সোমবার গুয়াহাটি এসেছেন এমএ বেবি। সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এই প্রথম তাঁর আসাম সফর। এদিন বিকেলে গুয়াহাটি বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান পার্টিকর্মী ও সমর্থকরা। সিপিআই(এম) আসাম রাজ্য সম্পাদক সুপ্রকাশ তালুকদার জানান, গুয়াহাটিতে বেবির দু’দিনের কর্মসূচি রয়েছে। মঙ্গলবার সকাল এগারোটায় মহানগরের দিঘলীপুকুরে কিংবদন্তি সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার মর্মর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করবেন বেবি। সোমবার থেকে ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ শুরু হয়েছে। এরপর জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে 'বর্তমান পরিস্থিতি ও বামপন্থীদের ভূমিকা' শীর্ষক সেমিনারে বক্তব্য রাখবেন তিনি।
কমরেড সীতারাম ইয়েচুরির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজ্যে সেমিনার করছে পার্টি। আসাম রাজ্য কমিটির উদ্যোগে মঙ্গলবার হবে এই অনুষ্ঠান। ওইদিন বিকেলে পার্টির রাজ্য কমিটির দু’দিনের বৈঠকে উপস্থিত থাকবেন বেবি। বুধবার দিল্লি ফেরার আগে গুয়াহাটিতে তাঁর সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে।
এদিকে, সোমবার ভূপেন হাজারিকার জন্মদিন রাজ্যজুড়ে পালিত হয়েছে। গুয়াহাটির জয়ন্ত কুমার-লক্ষ্মী বরুয়া প্রেক্ষাগৃহে গণশিল্পী দিলীপ শর্মা জন্মশতবর্ষ উদ্যাপন কমিটির উদ্যোগে 'রূপান্তরের অভিযাত্রী ভূপেন হাজারিকা' শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অধ্যাপক পরমানন্দ মজুমদার ও প্রাবন্ধিক সূর্য দাস। বক্তারা বলেন, ভূপেন হাজারিকা কিশোর বয়সে দুই বিপ্লবী শিল্পী বিষ্ণুপ্রসাদ রাভা ও জ্যোতিপ্রকাশ আগরওয়ালার সান্নিধ্য লাভ করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য আমেরিকা গিয়ে পল রোবসন, কমিউনিস্ট নেতা রজনীপাম দত্তের সান্নিধ্য পান। ওই সময় তিনি আমেরিকার শ্রমিক আন্দোলন প্রত্যক্ষ করেন। আমেরিকা থেকে ফিরে গণনাট্য সঙ্ঘে যোগ দেন। গণনাট্যের মঞ্চের মাধ্যমে দেশের শ্রমজীবী মানুষের লড়াই আন্দোলনে পাশে দাঁড়ানোর সুযোগ ঘটে তাঁর। বক্তারা বলেন, হাজারিকার গানে বঞ্চিত নিপীড়িত মানুষের বেদনার কথাই ফুটে উঠেছে। ১৯৬০-৬১ সালে আসামে ভাষাকে কেন্দ্র করে অসমিয়া-বাঙালির মধ্যে যে দাঙ্গা বাধানো হয়েছিল, তা থামাতে পেরেছিলেন ভূপেন হাজারিকা ও হেমাঙ্গ বিশ্বাস। ভূপেন হাজারিকার জীবনে হেমাঙ্গ বিশ্বাসের প্রভাব পড়েছে বলে উল্লেখ করেন বক্তারা। ভূপেন হাজারিকার অমর সৃষ্টিকে সংরক্ষণ করার প্রস্তাব নেওয়া হয় এই সভায়। আলোচনাসভায় ভূপেন হাজারিকার কয়েকটি গান পরিবেশন করেন গণশিল্পী ঘন ডেকা।
মন্তব্যসমূহ :0