CPI(M) North Bengal

উত্তরবঙ্গের ভয়াবহ বন্যাকে ‘ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়’ ঘোষণার দাবি সিপিআই(এম)’র

রাজ্য জেলা

উত্তরবঙ্গের ভয়াবহ বন্যাকে ‘ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়’ বলে ঘোষণা করতে হবে কেন্দ্র এবং রাজ্য সরকারকে, এই দাবি জানিয়েছে সিপিআই(এম) দার্জিলিং জেলা কমিটি।
সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য তথা দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক বিবৃতি দিয়ে জানিয়েছেন, এই বন্যায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে সিপিআই(এম)। ক্ষতিগ্রস্থদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে সিপিআই(এম)’এর পক্ষ থেকে।
বিবৃতিতে বলা হয়েছে এই বিপর্যয়কে ‘ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়’ ঘোষণা করার পাশাপাশি ক্ষতিগ্রস্থদের জন্য পুনর্বাসন সহ উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে। দ্রুততার সাথে উদ্ধার কার্য শেষ করার দাবিও জানিয়েছে সিপিআই(এম)। 
বিবৃতিতে সিপিআই(এম) এর পক্ষ থেকে সমাজের সবস্তরের মানুষের কাছে আবেদন জানানো হয়েছে আক্রান্তদের পাশে থাকার জন্য, তাদের দিকে সাহায্যের হার বাড়িয়ে দেওয়ার জন্য। 
গতকাল রাতের বৃষ্টিতে বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ। একাধিক এলাকা ভেসে গিয়েছে। বন্যা কবলিত উত্তরবঙ্গের সব জেলা। বহু বাড়ি ভেসে গিয়েছে। রাস্তায় ধ্বস নেমেছে। দার্জিলিং শিলিগুড়ির মধ্যে বন্ধ হয়ে গিয়েছে যোগাযোগ। বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক দল উদ্ধার কার্য চালাচ্ছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১২ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়বে বলে অনুমান করছে প্রশাসন।
যারা উদ্ধার কাজ চালাচ্ছে তাদের কৃতজ্ঞতা জানিয়েছে সিপিআই(এম)।

Comments :0

Login to leave a comment