Jalpaiguri Amit Shah

বিক্ষোভে সিপিআই(এম), অমিত শাহের কুশপুতুল পুড়ল জলপাইগুড়িতে

জেলা

জলপাইগুড়ি শহরের শিরীষতলা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ সিপিআই(এম)’র।

সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে জলপাইগুড়ি শহরের শিরীষতলা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো সিপিআই(এম)। পার্টির সদর পশ্চিম এরিয়া কমিটির সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করেন।  সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভশ্রী সরকার বলেন, শুরুর দিন থেকেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ভারতবর্ষের সংবিধান কে ভুলণ্ঠিত করে চলেছে। সংখ্যার জোরে ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করে ধীরে ধীরে নিজেদের মতন করে সংবিধান পরিবর্তন করে চলেছে বিজেপি সরকার ‌। এবার সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর কে অপমানের মধ্য দিয়ে  তাদের স্বরূপ প্রকাশিত হয়ে উঠেছে। যে সংবিধানের উপর হাত রেখে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শপথ নিয়েছেন সেই সংবিধান প্রনেতাকেই তিনি অপমান করছেন। তাঁর আর মন্ত্রী থাকার যোগ্যতা নেই অবিলম্বে তার পদত্যাগের দাবিতে আমরা শহরের শিরিষ তলা মোরে বিক্ষোভ কর্মসূচি করে স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল দাহ করলাম।।
 

Comments :0

Login to leave a comment