দেশের সংসদে আলোচনায় আনতে হবে অসহনীয় মূল্যবৃদ্ধির বিষয়কে। রবিবার সর্বদলীয় সভায় যোগ দিয়ে এই মর্মে সরব হলেন সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাস। দোকান ব্যবসায়ীদের ধর্মের ভিত্তিতে বিভাজনের নির্দেশিকায় তীব্র সমালোচনা করেছেন বিজেপি’র। দেশের পক্ষে বিপজ্জনক হচ্ছে এই উদাহরণ, বলেছেন রাজ্যসভার এই সাংসদ।
সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। এই অধিবেশনেই চলতি অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর ডাকে রবিবার হয়েছে সর্বদলীয় বৈঠক। লোকসভায় রাজস্থানের সাংসদ সিপিআই(এম) নেতা অমরা রাম জানিয়েছেন যে মূল্যবৃদ্ধির পাশাপাশি কৃষকদের এমএসপি আইনে সম্পর্কেও সরকারকে জবাব দিতে বাধ্য করবে সিপিআই(এম)।
রাজনৈতিক কর্মসূচিতে দিল্লির বাইরে ছিলেন অমরা রাম। তবে তিনি বলেছেন, ‘‘সেনায় ‘অগ্নিবীর’ প্রকল্প যুব অংশের প্রতি ভয়াবহ বঞ্চনা। এই প্রকল্প বাতিল করে যুবদের সেনায় স্থায়ী কাজ দিতে হবে। সরকারের কাছে এই দাবিও তোলা হবে সংসদে।’’ তিনি বলেন, ‘‘২০২১ সালে দিল্লিতে কৃষক বিক্ষোভের সময় ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা বা এমএসপি আইনের প্রতিশ্রুতি দিয়েচিল কেন্দ্র। আজ পর্যন্ত এগোনো হয়নি কেন, তোলা হবে সে প্রশ্ন।’’
ব্রিটাস বলেছেন, ‘‘উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডে বিজেপি’র সরকার বিপজ্জনক পদক্ষেপ নিয়েছে। বরাবর কাওঁয়ারি দর্শনার্থীরা যে রাস্তায় যান, দোকান থেকে খাবার কিনে খান, সেখানেই দোকান ব্যবসায়ীদের নাম পরিচয় জানাতে বাধ্য করা হচ্ছে। লক্ষ্য, মুসলিম দোকান ব্যবসায়ীদের জীবিকা ধ্বংস করা। এমন পদক্ষেপে সারা দেশে মেরুকরণ হবে। সংসদে এর নিন্দা হওয়া উচিত।’’
ব্রিটাস সরব হয়েছেন সংসদে বিরোদীদের বক্তব্য পেশের সুযোগ দেওয়ার দাবিতেও। আগের অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্যের মাঝে বাধা দেওয়ার বিষয় তুলে খেদ জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
ব্রিটাস বলেন, ‘‘মন্ত্রীরা এবং বিজেপি সাংসদরাই কেবল বলতে পারবেন, গত দশ বছরে সংসদে এমনই ছিল নিয়ম। বিজেপি-কে বুঝতে হবে এবারের রায়ের মানে কী। বিরোধী স্বর দমনের বিরুদ্ধে রায় দিয়েছেন দেশবাসী। তাকে মান্য করতে হলে বিরোধীদের বলা সুযোগ দিতে হবে।’’
লোকসভার ভোটের পরও, সংসদের বিশেষ অধিবেশনে ‘নিট’ ঘিরে দুর্নীতি সংক্রান্ত আলোচনার দাবিতে সরব হওয়ায় বিরোধীদের মাইক বন্ধ করা হয়েছিল।
রাজ্যগুলিকে কেন্দ্রের অর্থ না দেওয়া এবং কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বিরোধীদের হেনস্তা করার মতো বিষয়েরও প্রতিবাদ করেন ব্রিটাস।
PARLIAMENT CPI(M)
সংসদ: মূল্যবৃদ্ধি, কৃষককে ফসলের দামের বিষয়ে সরব হবে সিপিআই(এম)
×
Comments :0