Jaipur SUV

জয়পুর প্রাক্তন সেনা আধিকারিককে পিষে দিল গাড়ি

জাতীয়

মর্মান্তিক ঘটনার সিসিটিভি ফুটেজ।

ফের বেপরোয়া চার চাকা পিষে দিল সাইকেল আরোহীকে। জয়পুরে এই ঘটনায় নিহত নরসা রাম জজরা অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক। 
ভোরে সাইকেল নিয়ে চিত্রকূট স্টেডিয়ামে যাচ্ছিলেন জাজরা। ব্যায়ামের জন্য নিয়মিত এই স্টেডিয়াম এলাকায় যান তিনি। পিছনে হাঁটছিলেন তাঁর পুত্র। 
রাজস্থান পুলিশ জানিয়েছে ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। রাস্তার ধার দিয়ে সাইকেল চালাচ্ছিলেন অবসর প্রাপ্ত সেনা আধিকারিক। পিছনে থেকে ধাক্কা দেয় একটি এসইউভি। সামনের চাকা এবং পিছনের চাকা পিষে দেয় জাজরাকে। কিন্তু তারপরও গাড়িটি দাঁড়ায়নি। 
তাঁর পুত্র ছুটে আসেন। পথচারীদের সহায়তায় জাজরাকে ভর্তি করেন স্থানীয় এসএমএস হাসপাতালে। চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যান জাজরা।
শুক্রবার ভোরের এই ঘটনায় রবিবারও ক্ষোভ জয়পুরের বহু এলাকায়। বাসিন্দারা সংবাদমাধ্যমে বলেছেন বারবার চারচাকার বড় গাড়ি বেপরোয়া গতিতে ছুটে এসে ধাক্কা দিচ্ছে। মৃত্যুও হচ্ছে। কিন্তু এই গাড়ি চালকদের কড়া শাস্তি হয় না। ছাড় পেয়ে যাচ্ছে বলে বেপরোয়া ঘটনা আরও বাড়ছে বেপরোয়া গাড়িচালনার।
পুলিশের দাবি, চালক সম্ভবত এক মহিলা। পালালেও খোঁ মিলবে গাড়ির। সিসিটিভি দেখে খোঁজ চলছে।

Comments :0

Login to leave a comment