Subal Soren

শিক্ষকের মৃত্যুতে মিছিলে চাকরি চোর, সিবিআই-কে ধিক্কার

রাজ্য

চাকরিহারা শিক্ষক সুবল সোরেনের মৃত্যুতে রবিবার মেদিনীপুরে বিক্ষোভ মিছিল।

চাকরি হারানো শিক্ষক সুবল সোরেনের মৃত্যুতে প্রতিবাদ মিছিলে জনস্রোত দেখল মেদিনীপুর। স্লোগান উঠল, চাকরি চোরদের ধিক্কার জানিয়ে। তদন্তে কেন্দ্রীয় সংস্থা সিবিআই’র ব্যর্থতার প্রতিবাদও হলো মিছিলে। 
যোগ্যতা নিয়ে কোনও অস্বচ্ছতা না থাকলেও স্কুল শিক্ষকের চাকরি হারাতে হয়েছিল সুবল সোরেনকে। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখও ছিলেন তিনি। গত শুক্রবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান তিনি। পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা এই শিক্ষকের মৃত্যুর পর প্রতিবাদে সরব হন চাকরিহারা শিক্ষকরা।
কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যোগ্য শিক্ষকদের তালিকা দেয়নি স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার। আদালত সেই তালিকা দেওয়ার জন্য বললেও কমিশন জানায় যে অস্বচ্ছ প্রক্রিয়ায় কাজ পেয়েছে এমন একাংশ চিহ্নিত। কিন্তু তালিকার বাকিরা যে স্বচ্ছ তা বলা যাচ্ছে না। শিক্ষা আন্দোলনের অভিযোগ, দুর্নীতির গোটা চক্রকে বাঁচাতে এই কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার এবং স্কুল সার্ভিস কমিশন।   
রবিবার অভয়া মঞ্চের ডাকে মেদিনীপুরে মিছিলের পাশাপাশি হয়েছে পথ অবরোধও।

Comments :0

Login to leave a comment