বছর বার করেও বিচারের দাবিতে সোচ্চার গোটা রাজ্য। কত বছর ১৪ আগস্ট স্বাধীনতা উত্তর ভারতবর্ষ সাক্ষী থেকেছে এক আন্দোলনের। মহিলাদের অধিকার এবং নিরাপত্তার দাবিতে গোটা রাজ্যে মানুষ পথে নেমেছিলেন। আরজি কর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। উত্তাল হয়েছিল রাজ্য।
ঘটনার এক বছর পার হলেও আসল দোষীরা এখনও শাস্তি পায়নি। আজ ফের রাজ্য জুড়ে বিচারের দাবিতে, নারী নিরাপত্তার দাবিতে পথে নেমেছে রাজ্যবাসী।
কলকাতা থেকে জলপাইগুড়ি রাজ্যের প্রতিটা প্রান্তে রাত দখল কর্মসূচি সফল করতে পথে নেমেছেন বিভিন্ন সংগঠন থেকে সাধারণ মানুষজন। কলকাতা শহরের একাধিক জায়গায় এই কর্মসূচি পালিত হচ্ছে। এর পাশাপাশি জলপাইগুড়ি, হাওড়া, পুরুলিয়া, মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি সহএকাধিক জেলায় এই রাত দখল কর্মসূচি চলছে। সব জায়গায় একটাই আওয়াজ উঠেছে, তা হচ্ছে বিচারের।
Reclaim Night
রাজ্য জুড়ে পথে জনতা, আওয়াজ উঠেছে বিচারের

×
Comments :0