kolkata Metro

তিন রুটে মেট্রো প্রকল্প উদ্বোধন চলতি মাসে

কলকাতা রাজ্য

কলকাতায় নতুন তিনটি রুটে মেট্রো উদ্বোধন হবে চলতি মাসে। আগামী ২২ আগস্ট এই তিনটি মেট্রো প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘদিন কাজ চলার পর উদ্বোধন হচ্ছে এই তিন মেট্রো। কিন্তু পরিষেবা কবে থেকে চালু হবে তা নিয়ে কিছুই জানায়নি মেট্রো কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রোর গ্রিন লাইনের শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অংশ, অরেঞ্জ লাইনের হেমন্ত মুখোপাধ্যায় (রুবি ক্রসিং)থেকে বেলেঘাটা অংশ এবং ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর (বিমানবন্দর) অংশ উদ্বোধন হবে ওই দিন। যশোর রোড মেট্রো স্টেশনে এই উদ্বোধনের কাজ হবে। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অংশে টানেলের কাজ চলার সময় বৌবাজারের কাছে একাধিক বাড়িতে ফাটল দেখা যায়। যার জন্য অনেক বাড়ি ভেঙে ফেলতে হয়। এই উদ্বোধনের মাধ্যমে, ভারতের প্রথমআন্ডার ওয়াটার মেট্রো হিসেবে পরিচিত গ্রিন লাইন সম্পূর্ণরূপে চালু হবে। যা হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫ যুক্ত হবে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ২২শে আগস্ট কলকাতায় তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে যোগ দেবেন কিনা তা সরকারের তরফে এখনও জানানো হয়নি।

Comments :0

Login to leave a comment