কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ানোর ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রীসভা তিন শতাংশ হারে ডিএ বৃদ্ধিতে অনুমোদন করেছে। চলতি বছরের শুরুতেই ২ শতাংশ ডিএ বেড়েছিল কেন্দ্র সরকারি কর্মচারীদের। মার্চ মাসে এই মহার্ঘভাতা কার্যকর হয়। মাত্র ৬ মাস পরেই ফের বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালোওয়েন্স।
বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন,কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং পেনশনভোগীদের ডিআর বাড়িয়ে ৫৮ শতাংশ করা হচ্ছে। যা কার্যকর হবে ২০২৫ সালের ১ জুলাই থেকে। এই সিদ্ধান্তের ফলে প্রায় এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা সরাসরি উপকৃত হবেন। তাঁদের মধ্যে ৪৯.১৯ লক্ষ কর্মী ও ৬৮.৭২ লক্ষ পেনশনভোগী।
এই বর্ধিত ডিএ কার্যকর হতে চলেছে জুলাই মাস থেকে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৮ শতাংশ হারে ডিএ পাবেন। এত দিন তাঁরা ৫৫ শতাংশ হারে ডিএ পেতেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ফলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সঙ্গে পার্থক্য বৃদ্ধি পেল অনেকটাই।
DA
৩ শতাংশ ডিএ বাড়ালো কেন্দ্র

×
Comments :0