trust vote in Jharkhand assembly

আজ ঝাড়খন্ডে আস্থা ভোট

জাতীয়

আজ, ৫ ফেব্রুয়রি ঝাড়খণ্ডে আস্থা ভোট হতে চলেছে। সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন রাজ্য বিধানসভায় আস্থা ভোটের দাবিতে তাঁর সরকারের নেতৃত্ব দেবেন।
আর্থিক তছরুপের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গ্রেপ্তার হওয়া সত্ত্বেও বিশেষ পিএমএলএ আদালত হেমন্ত সোরেনকে বিধানসভার সদস্য হিসাবে তাঁর অধিকারকে স্বীকৃতি দিয়ে আস্থা ভোটে উপস্থিত থাকার অনুমতি দিয়েছে।
জমি জালিয়াতির মামলায় আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত হেমন্ত সোরেনকে গ্রেপ্তারের পর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন চম্পাই সোরেন। চম্পাই সোরেনের নেতৃত্বাধীন সরকার যে রাজ্যের বিধায়কদের সংখ্যাগরিষ্ঠতা আছে, তা প্রমাণ করার জন্য আস্থা ভোট অপরিহার্য।
৮১ সদস্যের বিধানসভায় মোট ৪৭ জন বিধায়ক নিয়ে গঠিত ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। তাদের কাছে একজন সিপিআই (এমএল) (এল) বিধায়কের বাইরের সমর্থনও রয়েছে।
আস্থা ভোটের আগে শাসক জোটের ৩৭ জন বিধায়ক হায়দরাবাদ থেকে ফিরেছেন, যেখানে বিরোধী বিজেপির ঘোড়া বেচা কেনার চেষ্টার বিরুদ্ধে তাদের সুরক্ষা দেওয়া হয়েছিল বলে জানা গেছে। সার্কিট হাউস থেকে বিধায়কদের নিয়ে বাসটি মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে সঙ্গে নিয়ে বিধানসভায় পৌঁছায়।

Comments :0

Login to leave a comment