বিসর্জনের আগের দিন বুধবার ভাগীরথী নদীতে তলিয়ে গেল ছোট্ট শিশুকন্যার। বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ বিপর্যয় মোকাবেলা দল তার দেহ উদ্ধার করে। নাদনঘাট থানার পুলিশ মৃতদেহ এদিন ময়নাতদন্ত করার জন্য হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে দাদাদের সাথে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে বুধবার নিখোঁজ হয় ৬ বছরের শিশু খাদিজা খাতুন। তার বাড়ি উত্তর ২৪ পরগনার বাগদা থানার অন্তর্গত রাজকোল গ্রামে। সেখান থেকে পূর্বস্থলী ১ ব্লকের নসরতপুরে আত্মীয়দের বাড়িতে সে বেড়াতে আসে। বুধবার পৌনে তিনটে নাগাদ গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ভাগীরথী নদীতে দাদাদের সঙ্গে সিদ্ধেপাড়া ঘাটে স্নান করতে নামে। সাঁতার না জানা শিশুটির উপর কোন নজরদারি না থাকায় ভাগীরথী নদীর জলে নিখোঁজ হয়ে যায়। ওইদিন শিশুটির সন্ধানে হাজারো তল্লাশি চালিয়ে তার খোঁজ পাওয়া যায়নি। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার বেলা ১১ টা নাগাদ শিশুটির সন্ধান পায় বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা।
Drowning
ভাগীরথীতে তলিয়ে শিশুর মৃত্যু

×
Comments :0