SUJAN CHAKRABORTY BIRATI

দায়বদ্ধতার রাজনীতি করে কমিউনিস্টরা, স্মরণসভায় সুজন চক্রবর্তী

রাজ্য জেলা

বিরাটি বণিক মোড়ে কমরেড চিত্ত দাশশর্মার স্মরণ সমাবেশে বক্তব্য রাখছেন সুজন চক্রবর্তী। মঞ্চে রয়েছেন তাঁর স্ত্রী ও কন্যা গায়েত্রী দাশশর্মা ও অনামিকা দাশশর্মা। সিপিআই(এম)’র নির্বাচনী তহবিলে ১০,০০০ টাকা তুলে দিয়েছেন তাঁরা। ছবি: অভিজিত বসু

লব মুখার্জি

দিন বদলের লড়াই করতে হবে আমাদের। কমরেড চিত্ত দাশশর্মার স্মরণ সমাবেশে এই আহ্বান জানিয়েছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটি সদস্য এবং দমদম লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী সুজন চক্রবর্তী। তিনি বলেন, ‘‘দায়বদ্ধতা পালন, নিজের কথা না ভেবে নীতি ও মূল্যবোধের ভিত্তিতে রাজনীতি করা শিখিয়ে গেছেন কমরেড চিত্ত দাশশর্মা।’’ 
মোদী ও মমতার লোক দেখানো তরজার উল্লেখ করে সিপিআই(এম) প্রার্থী বলেন, ‘‘এরা দেশ ও রাজ্যের রুচি মূল্যবোধ সবকিছু শেষ করে দিতে নেমেছে। রাজনীতি অসভ্যতার জায়গা নয়।’’ 
দমদমের বিদায়ী তৃণমূল সাংসদের নাম না করে সুজন চক্রবর্তী বলেন,  ‘‘কোনোদিন হাতে হাতে টাকা নিয়ে থ্যাঙ্কিউ বলে চলে যেতে দেখবেন না আমাদের। কমরেড চিত্ত দাশশর্মার মতো কমিউনিস্টরা আমাদের দায়বদ্ধতা শিখিয়েছেন।’’
নারদের গোপন ক্যামেরায় তোলা তৃণমূল সাংসদের এই ভিডিও বেরিয়ে পড়েছিল।  
উত্তর দমদমে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার সময়কালের অন্যতম নেতা ও পার্টির উত্তর দমদম আঞ্চলিক কমিটির প্রাক্তন সম্পাদক প্রয়াত কমরেড চিত্ত দাস শর্মা স্মরণে সভাটি হয় বুধবার সন্ধ্যায় বিরাটি বণিক মোড়ে। স্মরণ সভা একটি বৃহৎ জনসভার রূপ নেয়।

সুজন চক্রবর্তী বলেন, ‘‘জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হয়ে সল্টলেকের নাম করণ করেছিলেন বিধান নগর। অথচ, নতুন শহর রাজারহাট গড়ে ওঠার পরে তার রূপকারের স্মরণে  'জ্যোতি বসু নগর' নামকরণের পরেও তৃণমূল সরকার সেই নাম বদলে দিল। বামফ্রন্টের সব সাফল্যজনক কাজের উপর নীলসাদা রঙ করেছেন। নতুন প্রজন্মের সামনে মিথ্যাচার চালিয়েছে তৃণমূল। দুর্নীতির দায়ে জেল হাজতে থাকা পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, শেখ শাহজাহানদের আদর্শ হিসাবে দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী।’’ 
কমরেড চিত্ত দাশশর্মা (৯১) প্রয়াত হন ২৭ মার্চ । তিনি ১৯৫৪ সালে কমিউনিস্ট পার্টির সদস্যপদ অর্জন করেন। দীর্ঘদিন পার্টির উত্তর দমদমের এবং যুক্ত বিরাটি আঞ্চলিক কমিটির সম্পাদক , পরে দমদম ও দমদম (১) জোনাল কমিটির সদস্য ছিলেন। রেল হকার সহ বিরাটি পূর্ব বিশরপাড়া এরিয়ার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সংগঠনের নেতৃত্ব দিয়েছেন শেষ জীবন পর্যন্ত ।
স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সিপিআই(এম) নেত্রী রেখা গোস্বামী, রমলা চক্রবর্তীও। সভাপতিত্ব করেন সুরঞ্জন ত্রিপাঠী ।
রেখা গোস্বামী বলেন, ‘‘বিজেপি লোকসভা ও সংসদীয় গণতন্ত্র কে ধ্বংস করতে চায়। বিজেপি-তৃণমূলকে পরাস্ত করে ইতিহাস রচনা করতে হবে।’’ রমলা চক্রবর্তী বলেন, ‘‘আন্দোলন সংগ্রাম তীব্রভাবে জারি রাখার মধ্যে দিয়ে কমরেড চিত্ত দাশশর্মার স্মৃতিকে জাগিয়ে রাখতে হবে। মানুষের অধিকার রক্ষার লড়াই এগিয়ে নিয়ে যেতে সুজন চক্রবর্তীকে দমদম লোকসভা কেন্দ্রে জয়ী করতে হবে।’’

কমরেড চিত্ত দাশশর্মার  স্ত্রী ও কন্যা  গায়েত্রী দাশশর্মা ও অনামিকা দাশশর্মা স্মরণ সমাবেশে পার্টির  নির্বাচনী তহবিলে ১০,০০০ টাকা দান করেন। এছাড়াও  উপস্থিত পার্টি দরদী নিত্যানন্দ সাহা নির্বাচনী তহবিলে ১০০০ টাকা দান করেন ।

Comments :0

Login to leave a comment