Congress

রাজ্যের এসআইআর’র আগে সর্বদলীয় বৈঠকের দাবি কংগ্রেসের

রাজ্য

বুথ স্তরের এজেন্টদের নিয়ে নির্বাচনী কর্মশালা করল কংগ্রেস। রাজ্যে এসআইআর সংক্রান্ত বিশেষ সাংগঠনিক প্রস্তুতি কর্মশালা থেকে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রদেশ নেতৃবৃন্দ। 
বুধবার মৌলালি যুবকেন্দ্রে এই কর্মশালার শেষে সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন এআইসিসি’র পর্যবেক্ষক গোলাম আহমদ মীর, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য সহ নেতৃবৃন্দ। 
এদিনই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদল কলকাতায় এসেছে। এসআইআর সংক্রান্ত আলোচনাও করেছে কমিশন। 
এসআইআর প্রসঙ্গে শুভঙ্কর সরকার স্পষ্টভাবে জানান সর্বদলীয় বৈঠক করে প্রত্যেকটি দলের মতামত নির্বাচন কমিশনকে শুনতে হবে। 
উল্লেখ্য, বিহারে এসআইআর বা ভোটার তালিকায় ‘বিশেষ নিবিড় সংশোধন’ চালুর আগে বিরোধী দলগুলিকে কিছু জানায়নি কেন্দ্রীয় নির্বাচন কমিশন। একগুচ্ছ অস্পষ্টতা ধরা পড়েছে এসআইআর প্রক্রিয়ায়। হস্তক্ষেপ করতে হয়েছে সুপ্রিম কোর্টকে। প্রশ্নের মুখে পড়েছে কমিশনের নিরপেক্ষতা।
এদিন কংগ্রেস জানিয়েছে যে রাজ্যে এসআইআর-কে কেন্দ্র করে ১৪ দফা দাবি নির্বাচন কমিশনের কাছে রাখা হচ্ছে। শুভঙ্কর সরকার বলেন, ‘‘বিহারের এসআইআর’র সময় যে ভুলত্রুটি হয়েছে তা থেকে শিক্ষা নিতে হবে কমিশনকে। একজনও বৈধ ভোটার যাতে ভোটার তালিকা থেকে বাদ না যান তা নিশ্চিত করতে হবে। কোনও একটি রাজনৈতিক দলকে এসআইআর’র মাধ্যমে সুবিধা পাইয়ে দেওয়া যাবে না। যদি তা হয় তাহলে কংগ্রেস প্রতিবাদ করবে।"
এছাড়াও গত রবিবার উত্তরবঙ্গে অত্যন্ত ভারী বৃষ্টির ফলে যে বিপর্যয় হয়েছে এবং যাঁদের প্রাণহানি হয়েছে তাঁদের প্রত্যেকের পরিবারকে কুড়ি লক্ষ করে টাকা দিতে হবে। তাঁর দাবি, বিপন্ন প্রতিটি পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়িত করতে হবে। 
শুভঙ্কর সরকার বলেছেন, যোগাযোগ ব্যবস্থা ও জনজীবনকে স্বাভাবিক করতে কেন্দ্র ও রাজ্য সরকারকে যৌথভাবে ব্যবস্থা নিতে হবে। এই বিপর্যয়কে জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে ও বিপর্যয় মোকাবিলার জন্য কেন্দ্র সরকারকে স্পেশাল প্যাকেজ ঘোষণা করতে হবে।

Comments :0

Login to leave a comment