তেলেঙ্গানায় ক্ষমতা দখলের এক মাস পরে, কংগ্রেস রাজ্যের ১৭ টি লোকসভা আসনের মধ্যে কমপক্ষে ১২ টিকে পাখির চোখ করেছে।
তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটি ৮ ও ৯ জানুয়ারি পাঁচটি জেলার নেতাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করে লক্ষ্য অর্জনের কৌশল নির্ধারণ করবে। এরপর ১০ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ১৭টি লোকসভা আসনের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে বৈঠক হবে। তৃণমূল স্তরের ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য কংগ্রেস নেতারা ২০ জানুয়ারি থেকে সমস্ত নির্বাচনী এলাকায় সফর শুরু করবেন।
বুধবার টিপিসিসি সভাপতি ও রাজ্যের মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডির সভাপতিত্বে এবং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) তেলেঙ্গানার দায়িত্বপ্রাপ্ত দীপা দাস মুন্সির সভাপতিত্বে এক বর্ধিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মানিকরাও ঠাকরের জায়গায় দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল তাঁর প্রথম বৈঠক।
টিপিসিসি কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধীকে তেলেঙ্গানা থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুরোধ করেছে। মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত এই বিষয়ে প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়।
Telengana Congress
তেলেঙ্গানায় ১২টি লোকসভা আসন ‘টার্গেট’ কংগ্রেসের
×
Comments :0