Kakdwip

কাকদ্বীপে আক্রান্ত প্রধান শিক্ষক

রাজ্য জেলা

কাকদ্বীপ আক্রান্ত প্রধান শিক্ষক। ঘটনা ঘটেছে বীরেন্দ্র বিদ্যানিকেতনে। জানা গিয়েছে ওই স্কুলের প্রধান শিক্ষক মিলনকান্তি পালকে হেনস্তা করেছেন স্কুলের ম্যানেজিং কমিটির এক সদস্য। যিনি তৃণমূল এর পঞ্চায়েত সদস্যও। তার আনা একটি কাগজে সই করতে না চাওয়ায় মারধর করা হয় প্রধান শিক্ষককে। উল্লেখ্য আক্রান্ত প্রধান শিক্ষক শাসক দলের ঘনিষ্ট ছিলেন বলে জানা গিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে প্রধান শিক্ষককে ছাত্রদের সামনেই তিনি মারধর করছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন তিনি বিষয়টি খোঁজ নেবেন।
শিক্ষা প্রতিষ্ঠানে তৃণমূলের থ্রেট কালচার দিনে দিনে বেড়ে চলেছে। স্কুল গুলোয় এখন সিলেকশন এর মাধ্যমে ম্যানেজিং কমিটি হয়। প্রত্যেক স্কুল গুলোর মাথায় তৃণমূল এর নেতারা বসে রয়েছে। স্কুলের ন্যূনতম ফিস ২৪০ টাকার বদলে নিয়ে চলেছে ১০০০-১২০০ বা তার বেশি। এমন কী ডোনেশন নিতেও ছাড়েন না তারা। এদিকে আমাফানের সময় ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ করা সরকারের ২০ হাজার টাকা সাধারণ মানুষকে না দিয়ে চুরি করেছে তৃণমূল। 
সুন্দরবন অঞ্চলে হুহু করে বেড়েছে স্কুলছুট। বেড়েছে শিশু শ্রমিক। পাশাপাশি কম বয়সীরা পরিযায়ী শ্রমিক হয়েছে আরও বেশি। প্রসঙ্গত কাকদ্বীপ এর আর একটি স্কুল সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির। সেটি এখন প্রায় তৃণমূল এর পার্টি অফিসে পরিণত হয়েছে। তৃণমূল এর মিটিং এর জন্য বন্ধ রাখা হয় স্কুল।

Comments :0

Login to leave a comment