Dhupguri Accident

ধূপগুড়ির দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪, ঘটনাস্থলে পুলিশ সুপার

জেলা

বৃহস্পতিবার সন্ধ্যায় ধূপগুড়ি শহরের ২ নম্বর সেতু সংলগ্ন এলাকায় দ্রুতগতির গাড়ির ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজন। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এলেন পুলিশ সুপার খান্ডাবাহালের উমেশ গনপত।
​শুক্রবার দুর্ঘটনা এলাকা ঘুরে দেখলেন।‌ স্থানীয়দের কাছ থেকে বিস্তারিতভাবে দুর্ঘটনার বিবরণ শোনেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার উমেশ গনপত বলেন, "এলাকায় আলো (লাইট) সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।" ঘাতক গাড়ির চালকের প্রসঙ্গে তিনি জানান, চালক আহত হয়েছেন এবং সম্ভবত চিকিৎসার জন্য কোথাও ভর্তি হয়েছেন, কিন্তু তদন্তের স্বার্থে এখনই সে বিষয়ে কিছু বলা সম্ভব নয়। অন্যদিকে, স্থানীয় ক্লাব কর্তৃপক্ষ প্রশাসনের চরম গাফিলতির অভিযোগ তুলেছেন। তাদের বক্তব্য, এত বড় দুর্ঘটনার পরও রাতে বিধায়ক বা প্রশাসনের কোনও আধিকারিককেই ঘটনাস্থলে দেখা যায়নি। তাদের দাবি, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

সমালোচনার মুখে পড়ে অবশ্য এদিন দুর্ঘটনাস্থলে যান ধূপগুড়ির বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকরা এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। ​প্রসঙ্গত, বৃহস্পতিবার দশমীর সন্ধ্যায় ২ নম্বর সেতু সংলগ্ন এলাকায় এই ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে আসা একটি ছোট গাড়ি বহু মানুষকে ধাক্কা মারে। প্রথমে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে রাতে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে শম্ভু রায় নামে আরও একজনের মৃত্যু হয়। এখনও পর্যন্ত মোট চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে হাসপাতালের তরফে। আহত দুইজন বর্তমানে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ও হাসপাতালে চিকিৎসাধীন।

Comments :0

Login to leave a comment