North Bengal Floods

বামনডাঙ্গায় আরও ৪ দেহ উদ্ধার, উত্তরবঙ্গের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩২

রাজ্য জেলা

এক রাতের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সেই বৃষ্টিজনিত বিপর্যয়েরই মর্মান্তিক চিত্র সামনে এল সোমবার সকালে। নাগরাকাটার বামনডাঙ্গা চা-বাগানের মডেল ভিলেজ থেকে আরও ৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে শুধু ওই গ্রামেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। উত্তরবঙ্গ জুড়ে এই ভয়াবহ বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২। প্রশাসনের আশঙ্কা, নিখোঁজ আরও কয়েকজনের দেহ উদ্ধার হতে পারে। আজ যাদের দেহ উদ্ধার হয়েছে, তাঁরা হলেন — মঞ্জু নায়েক (২৫), নিভৃতি নায়েক (৬), এতোয়ারি ওরাওঁ (৫৫) ও সুকান্ত ওরাওঁ (৫০)। চারজনই বামনডাঙ্গার মডেল ভিলেজের বাসিন্দা।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বামনডাঙ্গা চা-বাগানের মডেল ভিলেজে এসে মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। যেসব পরিবার এই আর্থিক সাহায্য পেয়েছেন, তাঁরা হলেন — শানচারোয়া ওরাওঁ, কস্তু লোহার, রাধিকা লোহার, শিল্পা মুন্ডা ও নিশা নাগাশিয়া।
উল্লেখ্য, শনিবার রাতের প্রবল বর্ষণেই এই বিপর্যয় ঘটে। নিকাশি ব্যবস্থার বেহাল দশায় মডেল ভিলেজে কোমর সমান জল জমে যায়। প্রায় ৫০০ পরিবারের এই শ্রমিকপল্লিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জল ঢোকার সঙ্গে সঙ্গে বহু মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েন। তবে অনেকেই জলের তোড়ে ভেসে যান। চা-বাগানের ১৮ নম্বর লাইন, বিচ লাইন ও হাতি লাইনের মতো শ্রমিক মহল্লাগুলিতেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। স্থানীয় সূত্রের দাবি, এখনও বহু পরিবার ত্রাণ ও আশ্রয়ের অপেক্ষায় দিন কাটাচ্ছেন।

Comments :0

Login to leave a comment