UTTAR PRADESH FIRE

বিকল অগ্নিনির্বাপক যন্ত্র? ১০ শিশুর মৃত্যুতে কাঠগড়ায় যোগী সরকার

জাতীয়

উত্তরপ্রদেশের ঝাঁসি হাসপাতালে আগুন লেগে ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০ঃ৪৫ নাগাদ সদ্যজাতদের ইনসেন্টিভ কেয়ার ইউনিটে আগুন লাগে। প্রাথমিক তদন্তে জানা গেছে শর্ট সার্কিট এর ফলেই আগুন লেগেছে। অভিযোগ উঠছে অগ্নি নির্বাপক যন্ত্র গুলি দীর্ঘদিন পুরনো ছিল যা পাল্টানো হয়নি। সমস্ত অগ্নি নির্বাপক যন্ত্র গুলোই বিকল অবস্থায় পড়েছিল। সেই কারণেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডকে প্রাথমিকভাবে আটকানো যায়নি।  

অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের ঘটনার সময় ওই ওয়ার্ডে ৫৪ জন সদ্যোজত শিশু চিকিৎসাধীন অবস্থায় ভর্তি ছিল। তার মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে এবং ১৬ জনের চিকিৎসা চলছে। আগুন লাগার নির্দিষ্ট কারণ জানতে চার সদস্যের একটি তদন্তকারী টিম গঠন করা হয়েছে। তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন, "ঝাঁসি হাসপাতালে অগ্নি নির্বাপক সরঞ্জাম সম্পূর্ণ ঠিক ছিল। ফেব্রুয়ারি মাসে ওই হাসপাতালের ফায়ার সেফটি অডিট করা হয় এবং জুনে একটি মক ড্রিল করা হয়েছিল"।
কিন্তু ব্রজেশ পাঠকের বক্তব্যকে উড়িয়ে দিয়েছে বিরোধীরা। বিরোধীদের বক্তব্য অগ্নি নির্বাপক যন্ত্র ঠিক থাকলে তাহলে অগ্নিকাণ্ডেরই ভয়াবহতা হল কেন এবং এই গাফিলতির জন্য কারা দায়ী।

Comments :0

Login to leave a comment