Delhi polls

দিল্লিতে ক্ষমতায় এলে ২৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমার ঘোষণা কংগ্রেসের

জাতীয়

দিল্লিতে ক্ষমতায় এলে ২৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বিমার জন্য জীবন রক্ষা যোজনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। প্রবীণ কংগ্রেস নেতা এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, প্রস্তাবিত প্রকল্পটি গেম-চেঞ্জার হবে।
‘‘দিল্লিতে কংগ্রেসের সরকার গড়ার সম্ভাবনা বাড়ছে। আমি মনে করি, দেশের জন্যও এটা প্রয়োজন,’’ বলেন তিনি।
গেহলট আরও তুলে ধরেন যে প্রস্তাবিত প্রকল্পটি দিল্লির বাসিন্দাদের স্বাস্থ্যসেবা চাহিদা মোকাবেলায় দলের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। দলের প্রচার স্লোগান ‘হোগি হর জরুরত পুরি, কংগ্রেস হ্যায় জরুরি’ ঘোষণার সময় স্পষ্টভাবে সবার জন্য প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করার কংগ্রেসের প্রতিশ্রুতিকে তুলে ধরেছিল।
গেহলট বলেন, প্রস্তাবিত প্রকল্পটির লক্ষ্য পরিবারগুলিকে ব্যাপক স্বাস্থ্য কভারেজ দেওয়া, গুরুতর অসুস্থতা, হাসপাতালে ভর্তি হওয়া এবং চিকিৎসার জন্য ব্যয়কে অন্তর্ভুক্ত করা - এবং চিরঞ্জীবী যোজনার মাধ্যমে তার কংগ্রেস সরকার রাজস্থানে প্রয়োগ করা স্বাস্থ্য অধিকার আইনের সাফল্যের দিকে ইঙ্গিত করছে।
তিনি বলেন, কংগ্রেস যে নতুন প্রকল্পের প্রস্তাব করছে, তাতে শুধু সরকারি স্বাস্থ্য পরিষেবা নয়, দিল্লির সমস্ত বেসরকারি হাসপাতালও এর আওতায় পড়বে।
৭০ আসনের দিল্লি বিধানসভায় ভোটগ্রহণ হবে ৫ ফেব্রুয়ারি এবং ভোট গণনা হবে ৮ ফেব্রুয়ারি।

Comments :0

Login to leave a comment