Dooars

ডুয়ার্সজুড়ে টানা বর্ষণে বিপর্যস্ত ধূপগুড়ি শহর

জেলা

বৃহস্পতিবার রাতভর ভারী বৃষ্টির পর শহরের একাধিক রাস্তা কার্যত নদীতে পরিণত হয়েছে। জলমগ্ন বহু ওয়ার্ড, ঘরে ঘরে জল ঢুকে দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাসিন্দাদের জীবনে। বিশেষত ৩, ৬, ৮, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের পরিস্থিতি ভয়াবহ। রান্নাবান্নার কাজ থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে সর্বত্র। সাধারণ মানুষের ক্ষোভ, পুরসভার সম্পূর্ণ উদাসীনতায় সমস্যার মাত্রা ক্রমশই বাড়ছে। নাগরিকদের অভিযোগ, তৃণমূল পরিচালিত ধূপগুড়ি পুরসভার প্রশাসক মন্ডলী পরিষেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়েছে তিন বছর আগে। তারপর থেকে ভোট না হওয়ায় প্রশাসক মন্ডলীর হাতেই পুরসভার দায়িত্ব। বাসিন্দাদের বক্তব্য, জবাবদিহিহীন এই ব্যবস্থার ফলেই আজ শহরের চিত্র এমন বেহাল।
অভিযোগ, শহরের নিকাশি নালাগুলি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় রয়েছে। আরও গুরুতর বিষয়— নালার মধ্যে নির্মাণকাজের বালি-খোয়া ফেলে রাখা হয়েছে, যা জল প্রবাহে বাধা সৃষ্টি করছে। নাগরিকদের দাবি, বহুবার পুরসভাকে জানানো হলেও কোনও কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ও ঘরে জল ঢুকে পড়ছে।
শহরবাসীর আশঙ্কা, দ্রুত নিকাশি ব্যবস্থার সংস্কার না হলে আগামী দিনে আরও ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে হবে ধূপগুড়িকে।

Comments :0

Login to leave a comment