CPIM JADAVPUR

বাঁশদ্রোণীতে স্থায়ী পার্টি স্কুলের উদ্বোধন শ্রীদীপ ভট্টাচার্যের

জেলা কলকাতা

সিপিআই(এম) দক্ষিণ যাদবপুর-২ আঞ্চলিক কমিটির উদ্যোগে শুরু হল স্থায়ী পার্টি স্কুল। প্রয়াত পার্টি নেতা এবং শিক্ষক শুভজ্যোতি সেনের নামে এই পার্টি স্কুল চালু হয়েছে। 

গত মঙ্গলবার, ২২ এপ্রিল, ভি আই লেনিনের জন্মবার্ষিকীতে এই পার্টি স্কুলের উদ্বোধন করেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য। ওই দিনই বাঁশদ্রোণী এলাকার পীরপুকুরে জনসভাও হয়েছে। বক্তব্য রেখেছেন শ্রীদীপ ভট্টাচার্যের পাশাপাশি সিপিআই(এম) দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক রতন বাগচী। সিপিআই(এম) দক্ষিণ যাদবপুর ১ ও ২ আঞ্চলিক কমিটির ডাকে হয়েছে প্রকাল্য আলোচনা সভা। একবিংশ শতাব্দীতে মার্কসবাদ ও নয়া ফ্যাসিবাদশীর্ষক আলোচনা সভায় যোগ দিয়েছেন স্থানীয় বহু মানুষ।

ভট্টাচার্য বলেছেন, সারা দেশে সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই চালাচ্ছে সিপিআই(এম)। কর্পোরেট হিন্দুত্ব জোটের বিরুদ্ধে জনতার পক্ষে সংগ্রাম চলছে। এ রাজ্যে, বিজেপি এবং তৃণমূল, জনবিরোধী দুই শক্তির বিরুদ্ধেই লড়াই জারি থাকবে। দুই শক্তিকেই রাজ্য থেকে উৎখাত করার ডাক দিয়েছেন তিনি।

জনসভায় বক্তব্য রাখেন সিপিআইএম দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য দেবাশিস দে, জেলা কমিটির সদস্য মোনালিসা সিনহা, দক্ষিণ যাদবপুর-২ এরিয়া সম্পাদক শুভঙ্কর গাঙ্গুলিও। 

সভায় যুব ও মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

Comments :0

Login to leave a comment