Doctors, protestors have a three-pronged program to demand justice

বিচারের দাবিতে এবার ত্রিমুখী কর্মসূচি চিকিৎসক, প্রতিবাদীদের

রাজ্য কলকাতা

বিচারের দাবিতে আন্দোলন হবে ত্রিমুখী। সিবিআই’র দপ্তর সিজিও কমপ্লেক্স, নিজাম প্যালেস এবং নবান্নে যাচ্ছেন চিকিৎসক এবং প্রতিবাদীরা।  
অভয়ার ন্যায় বিচার, সন্দীপ ঘোষ  ও টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে হবে এবং রাজ্য সরকার কেন এই দুই রাজ্য কর্মচারীর (সন্দীপ ঘোষ  ও টালা থানার ওসি অভিজিৎ মন্ডল) বিরুদ্ধে তদন্ত করার জন্য নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেওয়ার দাবিতে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস ও অভয়া মঞ্চের তরফে অবস্থান করছেন। গত কুড়ি ডিসেম্বর থেকে ধর্মতলায় অবস্থান মঞ্চ করে লাগাতার রাতভর অবস্থানে রয়েছেন তাঁরা। আন্দোলনের অভিমুখ এখন কোন দিকে যাবে তা নিয়ে আলোচনায় বসেছিলেন আন্দোলনকারীরা। সেখানেই ত্রিমুখী আন্দোলনের রূপরেখা ঠিক হয়েছে। 
চিকিৎসক আন্দোলনের নেতা ডাক্তার উৎপল ব্যানার্জি ‘গণশক্তি ডিজিটাল’-কে জানিয়েছেন, "আমাদের আন্দোলন এখন হবে ত্রিমুখী। আমরা সিজিও কমপ্লেক্স নিজাম প্যালেস ও নবান্ন এই তিনটি জায়গায় যাব। সিজিও কমপ্লেক্সে যাব সিবিআই'র কাছে জবাব চাইতে। কেন তারা  সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলেন না? আমরা নিজাম প্যালেসে গিয়ে কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের কাছে প্রশ্ন করব রাজ্য সরকার যদি এনওসি না দেয় তাহলে তদন্তের গতি প্রকৃতি কী ভাবে সামনের দিকে এগোবে তা আমাদের সামনে পরিষ্কারভাবে জানানোর জন্য। এর সাথে আমরা রাজ্যের মুখ্য সচিবের সাথে নবান্নে গিয়ে দেখা করে বলবো যাতে রাজ্য সরকার সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে তদন্ত করার জন্য নো অবজেকশন দেয়।" 
সম্প্রতি সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির যে রিপোর্ট সামনে এসেছে তাতে বলা হয়েছে আরজি করের যে সেমিনার হলে নির্যাতিতার দেহ পাওয়া গিয়েছিল সেখানে ধস্তাধস্তির কোন প্রমাণ নেই। অর্থাৎ সেমিনার হল ‘ক্রাইম সিন’ নয়। যার ফলে আন্দোলনের ঝাঁঝ বেড়েছে। কেননা প্রমাণ লোপাটের অভিযোগ গোড়া থেকেই তুলছেন চিকিৎসক এবং প্রতিবাদীরা। 
চিকিৎসকরা প্রশ্ন তুলেছেন, সিবিআই তাহলে এতদিন ধরে যে তদন্ত চালালো তাঁর গোড়াতেই গলদ আছে। তাঁদের বক্তব্য, ন্যায় বিচার না পেলে তাঁরা অবস্থান থেকে সরবেন না। ২৬ ডিসেম্বর পর্যন্ত অবস্থান করার অনুমতি দিয়েছিলো কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার সেই মেয়াদ পূর্ণ হচ্ছে। তবে আন্দোলন চলবে জানিয়েছেন তাঁরা।

Comments :0

Login to leave a comment