ED BAIDYABATI

ইডি তল্লাশি বৈদ্যবাটিতে, ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ

জেলা

বৈদ্যবাটিতে তল্লাশি চলছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে। ছবি: শুভ্রজ্যোতি মজুমদার

কঙ্কা স্টিল কোম্পানির ব্যাঙ্ক প্রতারণার অভিযোগের তদন্তে  ইডি রেইড চলছে বৈদ্যবাটিতে। বৈদ্যবাটি চ্যাটার্জিপাড়া সংলগ্ন শান্তনু পোদ্দারের বাড়ি মঙ্গলবারের সকালে রেইড হয়। জানা গিয়েছে কঙ্কা স্টিল নামক একটি কারখানার ব্যাঙ্ক প্রতারণার জন্য ১২ জায়গায় রেইড চলছে। তারই সূত্র ধরে বৈদ্যবাটিতে রেইড। 
বহু রাষ্ট্রয়ত্ত ও বেসরকারি ব্যাংকে প্রতারণার অভিযোগ রয়েছে ইডি’র কাছে। কয়েক হাজার কোটি টাকার প্রতারণা। বাঁকুড়ায় একটি সংস্থার ব্যাঙ্ক প্রতারণা সংক্রান্ত অভিযোগের জমা পড়ে। সেই অভিযোগের তদন্ত হয়েছে বলে খবর। 
বহু শেল কারখানা বা ভুয়ো সংস্থা তৈরি করে ব্যাঙ্কের টাকা প্রতারণা করেছেন বলে খবর। কয়েক হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ। 
এই শান্তনু পোদ্দার কঙ্কা স্টিলের মালিক সঞ্জয় সুর ঘনিষ্ঠ। শান্তনু পোদ্দার কী কাজ করতেন তা স্পষ্ট নয়। বৈদ্যবাটি চ্যাটার্জিপাড়ার বাসিন্দা শুভময় মান্না জানান যে শান্তনু পোদ্দার সারা দিন গাড়ি চালান। খেলাধুলা করতেন। গতিধারা সাদা ট্যাক্সি চালাতেন। আর কী কাজ করতেন জানা নেই। 
১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার ও সিপিআইএম নেত্রী কাকলি মজুমদার জানান তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা আছে শান্তনুর।  বাবা সরকারি চাকরি করতেন। চ্যাটার্জি পাড়ায় জমি কিনে বাড়ি করেছেন।

Comments :0

Login to leave a comment