মঙ্গলবার FIH হকি প্রো লিগে ভারতের মোট দুটি ম্যাচ রয়েছে । বিকেল ৫:১৫ তে নেদারল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারতের মহিলা দল । সন্ধ্যা ৭:৩০টায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারতের পুরুষ দল। এছাড়াও দুপুর ৩টেয় জার্মানির মুখোমুখি হবে আয়ারল্যান্ড। সবকটি ম্যাচই হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে।
FIH Hockey Pro League
হকি প্রো লিগে ভারতের দুটি ম্যাচ

×
Comments :0