প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ তথা ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। বেশকিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। চিকিৎসা চলছিল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। শনিবার ভোর ৩টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফরাক্কার প্রাক্তন বিধায়ক। ১৯৯৬ সাল থেকে ২০২১ পাঁচবারের কংগ্রেস বিধায়ক ছিলেন মইনুল হক। ২০২১ সালে ফারাক্কা বিধানসভা নির্বাচনে মইনুল হককে পরাজিত করে জয়ী হন তৃণমূল প্রার্থী। তারপর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদেন এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতির দায়িত্ব পান। এদিন ভোরে প্রয়াত হন তিনি।
Mainul Haque
প্রয়াত ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0