Chhattisgarh Encounter

ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে হত চার মাওবাদী, নিহত এক জওয়ান

জাতীয়

শনিবার ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে গুলির লড়াইয়ে  চার মাওবাদীর মৃত্যু হয়েছে। পাশাপাশি দান্তেওয়াড়ার দক্ষিণ আবুজমাদের একটি জঙ্গলে সেনা ও মাওমাদীদের গুলির লড়াইয়ে জেলা রিজার্ভ গার্ড(ডিআরজি)’র হেড কনস্টেবল সান্নু করম নিহত হয়েছেন। বরিবার দান্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই এমনটাই দাবি করেছেন। 
রবিবার সেনার তরফে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরেই নিরাপত্তা বাহিনী এবং পুলিশ যৌথভাবে মাওবাদী দমন অভিযান চালাচ্ছে। গোপন সূত্রে খবর পায় অবুঝমাড়ের জঙ্গলে মাওবাদীরা লুকিয়ে রয়েছে। এরপর শুরু হয় বিশেষ অভিযান। মাওবাদীদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় নিরাপত্তারক্ষীরা। পাল্টা গুলি চালায় মাওবাদীরাও। এদিন সকালে পুলিশ জানিয়েছে, এই সংঘর্ষে এখনও পর্যন্ত ৪ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। গুলির লড়াইতে নিহত হয়েছেন ডিসট্রিক্ট রিজার্ভ গার্ডের হেড কনস্টেবল সান্নু করম। ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেল এবং সেলফ লোডিং রাইফেল সহ বেশ কিছু স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাওবাদীদের খোঁজে যৌথবাহিনী এলাকায় তল্লাশি চালাচ্ছে।

Comments :0

Login to leave a comment