পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থিত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।বর্তমানে ঘন্টায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থিত। নিম্নচাপটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং গোপালপুরের কাছাকাছি ওড়িশা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ-উপকূল অতিক্রম করতে পারে। যার জেরে বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার রাতে নিম্নচাপটি ওডিশার গোপালপুর ও সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করবে। এই নিম্নচাপের সরাসরি পশ্চিমবঙ্গের কোন প্রভাব না থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সঙ্গে ভারী বৃষ্টিপাত হবে ঝাড়খন্ড। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টির দাপট থাকবে বেশি। কলকাতা সহ সংলগ্ন হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদীয়া জেলাতেও ভারী বৃষ্টিপাত হবে। কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আগামীকাল অর্থাৎ শুক্রবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর পুরুলিয়া দক্ষিন ২৪ পরগনা মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায়। এই জেলাগুলিতে কমলা সর্তকতা জারি করা হয়েছে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি কমবে। মূলত বীরভূম মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিন এই দুই জেলায় হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও পরোক্ষ ভাবে প্রভাব পড়বে এই নিম্নচাপের। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ও রবিবার এই চার দিনই উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিঙ, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এই তিন জেলায় এদিন কমলা সতর্কতা জারি করা হয়েছে। কালিংপঙ, কোচবিহার ও উত্তর দিনাজপুর এই তিন জেলাতেও থাকছে হলুদ সতর্কতা।
শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এদিন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। সঙ্গে দেখা যেতে পারে ভূমিধস। সোমবার পর্যন্ত এইরকমই আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের সব জেলাতে।
Comments :0