ভুটান পাহাড়ের বৃষ্টির দাপট কিছুটা কমতেই বানারহাট শহর থেকে ধীরে ধীরে জল নামতে শুরু করেছে। কিন্তু জল কমলেও বানারহাটের চিত্র এখনও ভয়াবহ—পথচলতি মানুষের কাছে রাস্তায় হাঁটাই এখন দায়।
জল নামতেই প্রকাশ্যে এসেছে রাস্তার করুণ দশা— বাজার থেকে শুরু করে আশপাশের একাধিক রাস্তায় সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্ত। কোথাও ফেটে গেছে ডাঁই করে থাকা পিচের আস্তরণ, কোথাও বেরিয়ে পড়েছে নুড়ি-পাথর, আবার কোথাও কাদা আর নোংরা জলে মিশে রাস্তা হয়ে উঠেছে অচেনা।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েছেন। প্রবীণ বাসিন্দা শ্যামলেন্দু বোস বললেন, এই চরম দুর্গতিতে এখনও প্রশাসনের কোনও তৎপরতা চোখে পড়েনি। জল নেমে যাওয়ার পর বানারহাট বাজারে দোকান খোলার সময় থেকেই দেখা যায়—রাস্তায় হাঁটতে গিয়ে বহু মানুষ হোঁচট খাচ্ছেন। মোটরবাইক ও সাইকেল চালকদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ভারী বৃষ্টির জলে রাস্তার নীচের মাটি বোধহয় ধুয়ে গেছে, যার ফলে কিছু জায়গায় রাস্তা সম্পূর্ণ বসে গিয়ে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে।
ব্যবসায়ী শ্রীরাম গুপ্তা জানিয়েছেন, "প্রতিদিন দোকানে আসা গ্রাহকরাই এখন বিপদে। জল নামলেও রাস্তা এমন ভাঙাচোরা যে গাড়ি চলাচল প্রায় অসম্ভব।"
সিপিআই(এম) নেতা দীপক কুন্ডু এই অবস্থাকে 'বিপর্যয়ের পরের আর এক বিপর্যয়' বলে অভিহিত করে প্রশাসনের চরম উদাসীনতার দিকে আঙুল তুলেছেন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের বক্তব্য, "বৃষ্টি-জলে ডুবে আমরা যেমন কষ্ট পেয়েছি, এখন এই ভাঙাচোরা রাস্তার অবস্থায় আমরা আরও বেশি বিপাকে পড়েছি।" প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না হলে এই দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বানারহাটের সাধারণ মানুষ।
Comments :0