প্রথম টেস্টের প্রথম ইনিংস মাত্র ১৬২ রানে শেষ হলো ওয়েস্ট ইন্ডিজের। জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজের বোলিংয়ের সামনে একপ্রকার আত্মসমর্পণ করলো তারা।
টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামে। তাতে ভারতের অধিনায়ক শুভমন গিলের খুব সমস্যা হয়নি। মাত্র ৪২ রানে ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। বুমরা ও সিরাজ উড়িয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারকে। অধিনায়ক রস্টন চেজ (২৪) ও উইকেটরক্ষক সাই হোপ (২৬) দলের ইনিংস সামলান। লাঞ্চের ঠিক আগে হোপকে ফিরিয়ে দেন কুলদীপ। লাঞ্চে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৫ উইকেটে ৯০।
লাঞ্চের পর, চেজকেও ফিরিয়ে দেন সিরাজ (১০৫/৬)। জাস্টিন গ্রিভস (৩২) ও খারি পিয়েরে (১১) কিছুটা লড়াই করেন। শেষ পর্যন্ত পিয়েরেকে ফেরান ওয়াশিংটন সুন্দর (১৪৪/৭)। এরপর আর বেশিক্ষন ওয়েস্ট ইন্ডিজ টিকে থাকতে পারেনি। ভারতের পক্ষে সিরাজ ৪ উইকেট পান ৪০ রানে। বুমরা ৪২ রানে ৩ উইকেট নেন। কুলদীপ ২৫ রানে ২ উইকেট সংগ্রহ করেন।
IND vs WI 1st Test
সিরাজ, বুমরার দাপটে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

×
Comments :0