UN

রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে পাক সন্ত্রাসের তথ্য পেশ করছে ভারত

জাতীয় আন্তর্জাতিক

সন্ত্রাসবাদে পাকিস্তানের সংযোগের তথ্য রাষ্ট্রসঙ্ঘে পেশ করবে ভারত। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বিশেষ কমিটিতে চলতি সপ্তাহেই তথ্য পেশ করবে ভারত।
রবিবার ‘অপারেশন সিন্দুর’ সংক্রান্ত সাংবাদিক সম্মেলনে ভারতীয় সেনার ডিজিএমও রাজীব ঘাই জানিয়েছেন সন্ত্রাসবাদী ঘাঁটিতেই আঘাতের নির্দিষ্ট প্রমাণ ভারতের হাতে রয়েছে। 
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের তালিকায় ভারত বা পাকিস্তান কেউই নেই। তবে সাময়িক পর্বে নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হয় বিভিন্ন দেশ। এখন অস্থায়ী সদস্য রয়েছে পাকিস্তান। পহেলগাম পরিবর্তী পরিস্থিতি রাষ্ট্রসঙ্ঘে তুলেছে পাকিস্তান। 
নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা বিষয়ক কমিটি বা পরিভাষায় ১২৬৭ কমিটিতে তথ্য পেশ করবে ভারত।
গত ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর ভারত পাকিস্তানকে সরাসরি দায়ী করে। পাকিস্তান অভিযোগ অস্বীকার করে। ৬-৭ মে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে আক্রমণ চালায় ভারত। এদিনও বিশদে তার ছবি দেখিয়ে সেনা আধিকারিকরা বলেন যে ভারতের প্রাথমিক লক্ষ্য ছিল সন্ত্রাসবাদীরাই। পাকিস্তানের সেনা ভারতের সামরিক পরিকাঠামো ও বসতি এলাকায় হামলা চালানোয় জবাব দেওয়া হয়। 
ভারত কূটনৈতিক স্তরে পাকিস্তানকে চাপে ফেলতে অনুদান বন্ধের জন্য সক্রিয় হতে পারে। সেক্ষেত্রে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের সংশ্লিষ্ট তালিকায় পাকিস্তানকে পাঠানোর জন্য চাপ দিতে পারে। ভারতের চুক্তি, ত্রাণ এবং অনুদানের অর্থ ব্যবহারকরে সন্ত্রাসবাদী কাঠামোয় মদত দিচ্ছে পাকিস্তান।

Comments :0

Login to leave a comment