India Balochistan

বালোচিস্তানের স্কুল বাসে নাশকতায় জড়িত থাকার অভিযোগ খারিজ ভারতের

জাতীয় আন্তর্জাতিক

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

বালোচিস্তানে স্কুল বাসে নাশকতার ঘটনায় ভারতকে জড়িয়ে দেওয়ার কড়া প্রতিবাদ জানালো বিদেশ মন্ত্রক।
মঙ্গলবার পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের খুজদরে একটি স্কুল বাসে বিস্ফোরণে অন্তত ৬জন নিহত হয়েছে। সামরিক বাহিনী পরিচালিত আর্মি পাবলিক স্কুলের ছাত্রদের জন্য ছিল ওই বাস। নিহতদের তালিকায় রয়েছে ৩ ছাত্রও। 
স্থানীয় আধিকারিকরা সংবাদমাধ্যমে জানিয়েছেন বাসে আরও ৩৮ জন ছিল। তার মধ্যে অনেকেই সামরিক কর্মী ও আধিকারিকদের পরিবারের সন্তান। 
কিন্তু ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বিবৃতিতে বলেছেন, ভীরু এই হামলার তীব্র নিন্দা করা হচ্ছে। সামরিক বাহিনীর পাশাপাশি শরিফও বলেছেন যে ভারত এই ঘটনার পিছনে রয়েছে।
বুধবারই দিল্লিতে এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিদেশ মন্ত্রক। সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, ‘‘খুজদরে নাশকতার ঘটনায় ভারতের সংযোগ সংক্রান্ত ভিত্তিহীন অভিযোগ খারিজ করা হচ্ছে। অন্য সব ঘটনার মতো এই ঘটনাতেও শোক জানাচ্ছে ভারত।’‘ 
জয়সোয়াল বলেন, ‘‘সন্ত্রাসবাদের উৎসকেন্দ্র পাকিস্তান। তা থেকে নজর ঘোরাতে পাকিস্তানের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এমন যে কোনও ঘটনায় ভারতকে দায়ী করা। সন্ত্রাসবাদ মোকাবিলায় নিজেদের ব্যর্থতা ঢাকারও চেষ্টা চালাচ্ছে পাকিস্তান।‘‘ 
জয়সোয়াল বলেছেন, ‘‘বিশ্ববাসীর চোখে ধুলো দেওয়ার এই প্রয়াস যদিও কোনোভাবেই সফল হবে না।‘‘

Comments :0

Login to leave a comment