SFI BOOKSTALL

মতাদর্শের পাঠ দেবে 'ইনকিলাব'

রাজ্য

ভারতের ছাত্র ফেডারেশনের উদ্যোগে নতুন ভাবে শুরু হলো 'ইনকিলাব'। এসএফআই রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবনের নিচে কেন্দ্রীয় বই বিক্রয় কেন্দ্র চালু করলো তাঁরা। এদিন 'ইনকিলাব উদ্বোধন করেন এসএফআই সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস ও এসএফআই প্রাক্তন রাজ্য সভাপতি মধুজা সেনরায় এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব। তাঁদের কথায় আগামী দিনে মতাদর্শের হাব হবে এই ইনকিলাব। রাজ্য জুড়ে আগামী তিন মাস ছাত্র সাংসদ নির্বাচনের দাবিতে রাজ্যের প্রতিটা কলেজ ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ কর্মসূচি করবে এসএফআই।

ছাত্র নেতৃবৃন্দ জানান প্রতিদিনই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই বই বিপনী খোলা থাকবে। ইনকিলাব থেকে যে কোনো ছাত্রছাত্রী তাদের পছন্দ মতো বই নিতে পারবে কিনতে পারবে। মতাদর্শের চর্চার জন্য বিভিন্ন বই থাকবে। ছাত্রসংগ্রাম প্রকাশনীর সমস্ত বই পাওয়া যাবে এছাড়া সাহিত্য, কবিতার বই পাওয়া যাবে। এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, "কলেজে কলেজে ছাত্র সংসদের যে কাজ তা আমরা শুরু করছি বিকল্প ভাবে। সাত বছর ধরে নির্বাচন হয়নি রাজ্যে। ছাত্র সংসদ নির্বাচনে এসএফআই জয়ী হলে রাজ্যের সব ক্যাম্পাসে ইনকিলাব ছড়িয়ে পরবে। যারা কলেজ ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়ে থ্রেট সিন্ডিকেট ও দুর্নীতির মাথার বসে আছে তাঁদেরকে ছাত্রছাত্রীরা তাড়িয়ে দেবে"। তিনি আরও বলেন, "তিলোত্তমার ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ক্যাম্পাসের ভিতরে  ছাত্রী নিরাপত্তা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তৃণমূলের মাতব্বররা ক্যাম্পাস দখল রাখতে কী কী ঘটাতে পারে তা আমাদের সকলের সামনে পরিষ্কার হয়ে গেছে। গোটা রাজ্য জুড়ে আগামী তিনমাস ধরে সমস্ত ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গেটে বিক্ষোভ কর্মসূচি করবে"।

মধুজা সেনরায় বলেন, "ইনকিলাব দীর্ঘজীবী হোক। যে উদ্দেশ্যে ইনকিলাব আবার চালু হয়েছে মতাদর্শের চর্চা, গান, বাজনা, আড্ডায়। গল্পে মুখরিত হয়ে থাকুক। গোটা রাজ্যের বাম প্রগতিশীল ছাত্র আন্দোলনকে দিশা দেখাক আগামীতে। আজকের ছাত্র আন্দোলনের কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ তৈরী করে সামনে এগিয়ে যাচ্ছে"।  

এসএফআইয়ের সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেন,"মোবাইলের অ্যাপ প্রতি মাসে আপডেট করতে হয়। ঠিক তেমন ভাবে আমাদের সংগঠনকে সময়ের সাথে সাথে আপডেট করতে হয়। এবং সে জন্যই আমাদের নতুন প্রজন্মকে সামনে রেখে নতুন ভাবে এই ইনকিলাব সাজানো হয়েছে। কলেজ গুলোতে যে ভাবে কথা বলার অধিকার খর্ব করা হচ্ছে তার বিরুদ্ধে বিকল্প লড়াইয়ের রসদ দেখে এসএফআই"।

 

Comments :0

Login to leave a comment