May Day

মহান মে দিবস পালিত দক্ষিণ দিনাজপুরে

জেলা

অপূর্ব মণ্ডল-বালুরঘাট


বুধবার মর্যাদার সঙ্গেই জেলায় জেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা সহকারে জেলায় জেলায় আন্তর্জাতিক মে দিবস পালিত হয়। সর্বত্র ছোট, বড় কলকারখানায়, সিপিআই(এম) জেলা অফিস সহ সমস্ত এরিয়া কমিটি ও শাখা অফিসগুলিতে পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করা হয়। কোথাও হয় মিছিল, কোথায় আলোচনাসভা। বহু স্থানে এই স্মরণীয় দিনে রক্তদান শিবির হয়। কর্মসূচিগুলিতে পার্টি ও বিভিন্ন গণসংগঠনের রাজ্য, জেলা ও এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এদিন ঐতিহাসিক মে দিবস পালিত হলো দক্ষিণ দিনাজপুর জেলা জুড়েও। শ্রমিকদের কাজের ন্যায্য অধিকারকে অটুট রাখতে এবং শ্রমিক বিরোধী শক্তিকে পরাস্ত করতে সিআইটিইউ সহ বামপন্থী বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকে বুধবার প্রতিটি শ্রমিক সংগঠনের কার্যালয়ে পতাকা উত্তলন এবং শহীদ বেদিতে মাল্যদান করা হয়। এদিন বালুরঘাটের হাইস্কুল মাঠে সিআইটিইউ, সহ অন্যান্য বাম সংগঠনের প্রায় পাঁচশো কর্মী জমায়েত হয়ে মিছিল শুরু করে। তীব্র দাবদাহ উপেক্ষা করে মিছিল শহরের বিভিন্ন রাস্তা অতিক্রম করে বালুরঘাট বাস স্ট্যান্ডে শেষ হয়। এদিন শ্রমিকদের ঐক্যকে জোরদার কর‍তে   করতে বুনিয়াদপুরে উপস্থিত ছিলেন সিআইটিইউ জেলা সম্পাদক গৌতম গোস্বামী, বাবুল দে প্রমুখ। গঙ্গারামপুরের মিছিলে ছিলেন গন আন্দোলনের নেতা অচিন্ত চক্রবর্তী, পার্থ সরকার প্রমুখ। বালুরঘাটের মিছিলে নেতৃত্ব দেন সিআইটিইউ জেলা সভাপতি প্রদিপ বোস, কালি ব্যানার্জি, প্রভাত মহন্ত সহ গন আন্দোলনের নেতৃত্ব। হিলি, কুশমুন্ডি, তপন, কুমারগঞ্জ, হরিরামপুরে যথাযথ মর্যাদায় মে দিবস পালিত হয়।

 

Comments :0

Login to leave a comment