Iran: Deadly blast

ইরানে বিস্ফোরণ, নিহত শতাধিক

আন্তর্জাতিক

IRAN SHIP ATTACK USA ISRAEL ARABIAN SEA BENGALI NEWS IRAN BLAST ISRAEL PALESTINE CONFLICT HAMAS HEZBOLLAH

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইরানের প্রয়াত শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানি মৃত্যুবার্ষিকীতে তার কবরের কাছে বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয়েছে। ২০২০ সালে ইরাকে মার্কিন ড্রোন হামলায় কাসেম সোলাইমানি নিহত হন।
ইরানের জেনারেল সোলেইমানি হত্যার বার্ষিকী উপলক্ষে বুধবার তার কবরের কাছে বিস্ফোরণের শব্দ শুনে অন্তত ১০৩ জন নিহত বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
এই ঘটনার পর থেকে সরকারিভাবে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। আহত অন্তত আরও ১৮০ জন।
১৯৭৯ সালের বিপ্লবের পর ইরানের মাটিতে সবচেয় প্রাণঘাতী উগ্রবাদী হামলা বলে মনে করা হচ্ছে এই ঘটনাকে।  এই বিস্ফোরণের দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। ৪ জানুয়ারি বৃহস্পতিবার সারাদেশে শোক দিবস ঘোষণা করা হয়েছে।

Comments :0

Login to leave a comment