Jharkhand Maharashtra

ঝাড়খণ্ডে এগিয়ে জেএমএম, মহারাষ্ট্রে বিজেপি

জাতীয়

ঝাড়খণ্ডে এগিয়ে জেএমএম-কংগ্রেস জোট। মহারাষ্ট্রে এগিয়ে বিজেপি জোট এনডিএ। 
ঝাড়খন্ড বিধানসভায় মোট আসন ৮১। গরিষ্ঠতার জন্য দরকার ৪১। হেমন্ত হোসেনের নেতৃত্বাধীন জোট এগিয়ে ৫০ আসনে। 
মহারাষ্ট্রে মোট ২৮৮ আসন। গরিষ্ঠতার জন্য দরকার ১৪৫। বিজেপি জোট এগিয়ে ২২০ আসনে। 
দুরাজ্যেই তীব্র বিভাজনের প্রচার চালিয়ে ভোট করেছে বিজেপি।

Comments :0

Login to leave a comment