সিআইটিইউ'র দীর্ঘ আন্দোলনের ফলে রানিগঞ্জের মঙ্গলপুরে হুগলি জুট মিল খোলার সম্ভাবনা তৈরি হয়েছে।
শুক্রবার বিকেলে জুটমিল সংলগ্ন মাঝিপাড়ায় শ্রমিকদের এক সভায় একথা জানান রাজ্যের ক্ষুদ্র শিল্প দপ্তরের প্রাক্তন মন্ত্রী ও সিআইটিইউ'র জেলার সাধারণ সম্পাদক বংশগোপাল চৌধুরী। এই সভায় উপস্থিত ছিলেন শ্রমিকনেতা রুনু দত্ত, উমাপদ গোপ, সুপ্রিয় রায় প্রমুখ।
গত ১৩ নভেম্বর কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক ইউনিয়ন ও শ্রমদপ্তরের আধিকারিক সহ রাজ্যের শ্রমমন্ত্রীর সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক হয়। শ্রমিকনেতা বংশগোপাল চৌধুরী সেই বৈঠকে উপস্থিত ছিলেন। সেদিনই শ্রমমন্ত্রীকে কারখানা খোলা ও উৎপাদন চালুর আগ্রহ প্রকাশ করে চিঠি দেয় জুটমিল কর্তৃপক্ষ।
শনিবার, ১৬ নভেম্বর, কারখানা পরিদর্শন করে সাফাইয়ের কাজ শুরু করে ১ ডিসেম্বর থেকে রক্ষণাবেক্ষণ ও মেশিনপত্র সারানোর কাজ শুরু হবে। পর্যায়ক্রমে শ্রমিক নিয়োগও চালু হবে।
উল্লেখ্য, রাজ্যের সরকারের পালাবদলের পর ২০১১ সালের জুলাই মাসে মঙ্গলপুরের হুগলি জুটমিল বন্ধ হয়ে যায়। সেসময় ১৩০০ এর বেশি শ্রমিক কর্মরত ছিলেন। সিআইটিইউ মঙ্গলপুর জুটমিল ইউনিয়ন কারখানা খোলার দাবি নিয়ে আন্দোলন জারি রেখেছিল। সেসময় ১৩০০ শিল্প শ্রমিকের ভাতা (ফাউলাই) চালু হয়। বর্তমানে ১১০০ শ্রমিক মাসিক দেড় হাজার টাকা করে এই ভাতা পাচ্ছেন। কারখানা বন্ধের পর মেশিনপত্র সহ কারখানা বিক্রির প্রচেষ্টা হলে শ্রমিকরা তা রুখে দেন। দীর্ঘ ১৩ বছর পর কারখানা খোলার সম্ভাবনায় খুশি শ্রমিকরা।
RANIGANJ JUTE MILL
দীর্ঘদিন বন্ধ চটকল খোলার সম্ভাবনা রানিগঞ্জে
×
Comments :0