Deputation

নলহাটি থানায় বিক্ষোভ ডেপুটেশন বামফ্রন্ট ও কংগ্রেসের

রাজ্য জেলা

ক্যপশন: বুধবার নলহাটি থানায় ডেপুটেশন দিতে আসছেন মিছিল করে বাম ও কংগ্রেস। ছবি: রুহুল আমিন

 

নলহাটী শহর সংলগ্ন জাতীয় সড়ক যানজট মুক্ত করা, সাধারণ নিত্যযাত্রীদের নরকযন্ত্রণা থেকে মুক্তি দেওয়া, জাতীয় সড়কে হাজার হাজার ট্রাক দাঁড় করিয়ে রেখে যাত্রী পরিবহণকে বিপর্যস্ত করা বন্ধ করা, ফ্লাইওভারে ট্রাক দাঁড় করিয়ে টাকা তোলা চলবে না প্রভৃতি দাবিতে বুধবার বামফ্রন্ট -কংগ্রেসের ডাকে নলহাটি থানায় বিক্ষোভ ডেপুটেশন হয়। এদিন মিছিল সকাল ৯ টায় নলহাটি হরিপ্রসাদ ।হাইস্কুল মাঠ থেকে শুরু হয়। মিছিল শহর পরিক্রমা করে থানার সামনে বিক্ষোভ দেখান আন্দোলনকারিরা সেখানে  রাখেন বামফ্রন্টের সিপিআই(এম) নেতা সঞ্জীব বর্মণ। তিনি বলেন শুধুমাত্র অবাধে তৃণমূলের তোলাবাজির জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক সব সময় অবরুদ্ধ থাকবে কেন? প্রতিদিন সাধারণ মানুষ নরক যন্ত্রণা ভোগ করবেন আর পুলিশ প্রশাসন কে ব্যবহার তৃণমূল ফ্লাইওভারে থেকে নলহাটী জাতীয় সড়ক অবরুদ্ধ করে হাজার হাজার ট্রাক ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রেখে তৃণমূল তোলাবাজি করবে এই অনাচার আর চলতে দেওয়া হবে না। প্রচন্ড দাবদাহের মধ্যেও অসংখ্য সাধারণ মানুষও স্বতস্ফূর্তভাবে এই বিক্ষোভে অংশগ্রহণ করেন। বিক্ষোভ শেষে বাম কংগ্রেসের ছ’জনের এক প্রতিনিধিদল নলহাটী থানার ভারপ্রাপ্ত  আধিকারিক কে স্মাপকলিপি জমা দেন। মেল মারফত স্মারকলিপির অনুলিপি নির্বাচন কমিশন, ডিএম, এসপি, এসডিও এবং এসডিপিও কে পাঠানো হয়।

 

Comments :0

Login to leave a comment