প্রয়াত সঙ্গীতশিল্পী বাণী জয়রাম। শনিবার দুপুরে চেন্নাইয়ের নুঙ্গামবাক্কামের হ্যাডোস রোডের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮। তিনি তিনবার শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক সিঙ্গার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। সাধারণতন্ত্র দিবসের দিন দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান ঝুলিতে আসে তাঁর। গত মাসেই ভারত সরকার পদ্ম ভূষণ সম্মানে ভূষিত করেছিলেন তাঁকে। তেলেগু, কন্নড়, মালায়ালাম, হিন্দি, উর্দু, মারাঠি, বাংলা, ভোজপুরি, টুলু এবং ওড়িয়া ভাষা মিলিয়ে দশ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন তিনি।
এমএস বিশ্বনাথন ইলাইয়ারাজা, আরডি বর্মন, কেভি মহাদেবন, ওপি নায়ার এবং মদন মোহন সহ কিংবদন্তি সুরকারদের সাথে কাজ করেছেন বাণী জয়রাম। ২০২১ সালে সঙ্গীতশিল্পী হিসেবে ৫০ বছর পূর্ণ করেছেন বাণী জয়রাম।
কীভাবে তাঁর মৃত্যু হয়েছে এখনও তা স্পষ্ট নয়। দেখা গেছে তাঁর কপালে আঘাতের চিহ্ন ছিল। এদিন ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বর্ষীয়ান গায়িকার দেহ। ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা। দেহ হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। পুলিশ তদন্ত শুরু করেছে।
Comments :0