ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুবর্ণপুর চা বাগানে ফের চিতাবাঘের আতঙ্ক। বৃহস্পতিবার সকালে বাগানের শ্রমিক প্রদীপ রায় কাজে বেরিয়ে ভয়াবহভাবে চিতাবাঘের আক্রমণের শিকার হন। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর চা বাগান এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কে শ্রমিকেরা কাজ বন্ধ করে দেন। বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে এলাকায় চিতাবাঘ ধরার জন্য খাঁচা পেতে নজরদারি শুরু করেছেন। স্থানীয়দের অভিযোগ, বারবার এভাবে চিতাবাঘের হামলার ঘটনা ঘটলেও বন দপ্তর কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
Leopard
সুবর্ণপুর চা বাগানে চিতাবাঘের আক্রমণ, গুরুতর আহত এক

×
Comments :0