Lok Sabha Election 2024

তৃণমূলের হামলার পরও সভা মালে

রাজ্য জেলা লোকসভা ২০২৪

প্রশান্ত সিকদার-তেসিমলা

‘‘মান সম্মান বিকিয়ে দিয়ে নয়,মাথা উঁচু করে লড়তে হবে। যারা মায়েদের সম্মান নষ্ট করেছে,তাদের কোনও ক্ষমা নয়।’’ 
শুক্রবার মাল মহকুমার তেসিমলা ময়দানে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী সিপিআই(এম)‘র দেবরাজ বর্মনের সমর্থনে নির্বাচনী জনসভায় এ কথা বলেন সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখার্জি। বৃহস্পতিবার তেসিমলায় হামলা চালিয়েছিল তৃণমূল। তবু এদিন সভা হয়েছে। রাত জেগে পাহারা দিয়েছেন সিপিআই(এম) কর্মী সমর্থকরা।
তেসিমলার লড়াকু সিপিআই(এম) কর্মীদের লাল সেলাম জানিয়ে মীনাক্ষী বলেন, ‘‘বিগত পঞ্চায়েত নির্বাচনে প্রশাসনের  মদতে বোর্ড দখল করেছিল তৃণমুল কংগ্রেস। এবার ওদেরকে জনগন থেকে বিচ্ছিন্ন করতে হবে। লোক সঙ্গে নেই,এটা তৃণমুল বুঝতে পেরেছে। চুরি দুর্নীতিতে ভরা তৃণমূল। বেশ কিছু চোর জেলে গেছে। এবার সব চোরদের জেলে যেতে হবে। মানুষ কাউকে ক্ষমা করবে না।’’ 


 তেসিমলা ময়দানে নির্বাচনী জনসভায় বলছেন মীনাক্ষী মুখার্জি।

তিনি বলেন, ‘‘সারা দেশের মানুষের ভবিষ্যৎ এই নির্বাচনের উপর নির্ভর করছে। মানুষকে ঠিক করতে হবে কাদের হাতে দেশের ভার দিলে বেকার সমস্যার সমাধান হবে, ঘরে ঘরে কাজ পাবে  ছেলেমেয়েরা।’’ মীনাক্ষীর প্রশ্ন, ‘‘তেসিমলাতে ক’জনের স্থায়ী চাকরি হয়েছে? তিরিশ চল্লিশ হাজার টাকার  বদলে মাসে ১০ হাজার টাকার চুক্তিতে কাজ করতে হচ্ছে। এই বামপন্থীরা ইউ পি এ সরকারে ১০০ দিনের কাজের গ্যারান্টি আদায় করেছিল। নিজেদের মধ্যে মেকি ঝগড়া করে সেই কাজ বন্ধ করে দিয়েছে তৃণমূল এবং বিজেপি।’’ 
স্থানীয় সমস্যা তুলে মীনাক্ষী বলেন, ‘‘বিডিও অফিস এবং বিএলএলআরও’র জমি কেলেঙ্কারি মানুষ বুঝতে পেরেছেন। বিডিও এবং ভূমি সংস্কার আধিকারিককে জবাব দিতে হবে। কাউকে ছাড়া হবে না। বামফ্রন্ট সরকারের আমলে আইসিডিএস কেন্দ্র মেয়েদের পুষ্টি,শিক্ষা ও স্বাস্থ্য উন্নত  করতে। এখন সেগুলি উঠে যাওয়ার পথে। বরাদ্দ টাকা চুরি হচ্ছে। দেশ দারিদ্র তালিকায় সারা বিশ্বে  ১২১ নম্বরে।’’ 
তিনি বলেন,‘‘নির্বাচনী বন্ডের নামে কোটি কোটি টাকা ঘুষ নিচ্ছে,বিজেপি, তৃণমুল। যে ওষুধ ড্রাগ কন্ট্রোলারের বাতিল করেছে, বন্ডে টাকা দিয়ে মাধ্যমে টাকা দিয়ে সেই ওষুধ বাজারে ছাড়ছে।’’


মীনাক্ষী বলেন, ‘‘লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়া হচ্ছে। কিন্তু পরিযায়ী শ্রমিক ও চা বাগানের শ্রমিকের কি কোন আর্থিক বৃদ্ধি হয়েছে?’’ জলপাইগুড়ি কেন্দ্রের প্রার্থী দেবরাজ বর্মন বলেন, ‘‘এই নির্বাচন দেশকে বাচানোর নির্বাচন,নীতি নির্ধারনের নির্বাচন। দেশ বাঁচাতে ভোট দিন বামপন্থীদের।’’
সভায় সিপিআই(এম) জেলা কমিটির সম্পাদক সলিল আচার্য সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাঁরা বলেন, সভা বানচাল করার জন্য বৃহস্পতিবার রাতে তৃণমুল হামলা চালিয়েছিল। তেশিমলার কমরেডরা তার মোকাবিলা করেছেন।

Comments :0

Login to leave a comment