ওল্ড ট্রাফোর্ড থেকে নতুন বাসস্থানে জায়গা করে নেবে ম্যানচেস্টার ইউনাইটেড। এইরকমই জানানো হয়েছে মঙ্গলবার। ম্যানচেস্টার ইউনাইটেডের ইউটিউব চ্যানেলে তাদের সহ স্বত্বাধিকারী বা co owner ব্রিটিশ শিল্পপতি ও ইঞ্জিনিয়ার স্যার জিম র্যাটক্লিফ জানিয়েছেন যে আগামী ৫বছরের মধ্যেই এই স্টেডিয়ামের কাজ সম্পন্ন হবে। ম্যান ইউনাইটেডের বর্তমান ঠিকানা ওল্ড ট্র্যাফোর্ডের কাছেই হবে এই স্টেডিয়াম। একটি এআই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে কিরকম হতে চলেছে স্টেডিয়ামটির রূপ । বাইরে থেকে দেখে স্টেডিয়ামটিকে মনে হবে যেন একটি আস্ত ছাতা অথবা একটি সার্কাসের বড় তাঁবুর মত। তাই হয়তো অনেকেই একে ' আমব্রেলা স্টেডিয়াম ' নামে ডাকছেন। স্টেডিয়ামের বাইরের সংলগ্ন জায়গায় থাকবে একটি পার্ক । একটি ছোট্ট জলাশয়। থাকবে অনেক মার্চেন্ডাইজের দোকান। অত্যাধুনিকভাবে ঝা চকচকে করা হবে এই স্টেডিয়ামটিকে। ২০২৩ এ রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যুকে নতুনভাবে সুসজ্জিত করা হয়েছিল। বর্তমানে সুসজ্জিত করার কাজ চলছে বার্সিলোনার বিখ্যাত স্টেডিয়াম ক্যাম্প ন্যু কেও। ২০২৫ এর মধ্যেই সম্পন্ন হবে এই স্টেডিয়ামের কাজ। নাম হবে ' স্পটিফাই ক্যাম্প ন্যু ' । এবার এই রাস্তায় হাঁটলো ইউরোপের আর এক বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও। তবে সরকারিভাবে এই স্টেডিয়ামের কোনো নাম এখনও জানানো হয়নি।
Manchester United New Stadium
নতুন স্টেডিয়াম ম্যানচেস্টার ইউনাইটেডের

×
Comments :0