মার্ক্সীয় চিন্তাধারা ও প্রগতিশীল সাহিত্যের প্রচারের লক্ষ্যে ময়নাগুড়িতে শুরু হলো নতুন উদ্যোগ। গত বৃহস্পতিবার ময়নাগুড়ি ব্লকের ভোটপাট্টী দশমীর মেলায় পুস্তক বিক্রয় কেন্দ্রের সূচনা করল সিপিআই(এম)-এর ময়নাগুড়ি দক্ষিণ এরিয়া কমিটি। ফিতে কেটে স্টলটির উদ্বোধন করেন এলাকার প্রবীণ শিক্ষক নেতৃত্ব কমরেড অনুপ কুমার পাল। এই সময় তাঁর সঙ্গে ছিলেন ময়নাগুড়ি দক্ষিণ এরিয়া কমিটির সদস্য রতীকান্ত রায়, ললিত রায়, শিরেন্দ্ররায় রায় এবং লুতফর রহমান। এই বিক্রয় কেন্দ্রে মূলত মার্ক্সীয় দর্শন এবং বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক বিষয়ের উপর বইপত্র পাওয়া যাবে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মননশীলতা ও বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনার প্রসার ঘটবে বলে আশা করছেন উদ্যোক্তারা।
Book Stall
ময়নাগুড়িতে মার্ক্সীয় ও প্রগতিশীল পুস্তক বিক্রয় কেন্দ্রের সূচনা

×
Comments :0