মনুবাদ মহিলাদের ভোগের সামগ্রী হিসাবে ব্যবহার করতে বলে। মমতা ব্যানার্জি ফতোয়া দিলেন মহিলাদের রাতে ডিউটি বন্ধ করতে হবে। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি বৃহস্পতিবার বরানগরের আলোচনা সভায় এ কথা বলেন। মীনাক্ষী মুখার্জি বলেন, বেঁচে থাকার জন্যে ভবিষ্যতের নিরাপত্তার জন্য লড়াই চালিয়ে যেতে হবে। গত তিন মাস পশ্চিম বাংলা দেখিয়েছে আমরা লড়তে জানি। ক্রমশই নতুন ও কঠিন চ্যালেঞ্জ আসবে এবং তাকে অতিক্রম করতে হবে। রাস্তায় থাকতে হবে আমাদের।
‘‘আকাশের অর্ধেক তুমি নারী(অভয়ার বিচারের দাবি ও নারী জাগরণ)’’ শীর্ষক বিষয়ে আলোচনা করছিলেন মীনাক্ষী মুখার্জি। সঞ্চালনাক ছিলেন দীপ্তজিৎ দাস। সংগীত পরিবেশন করেন সৌমেন্দ্র নাথ রায়।
উল্লেখ্য ; মহান নভেম্বর বিপ্লব বার্ষিকী পালনের অঙ্গ হিসাবে, সিপিআই(এম) বরানগর এরিয়া কমিটি ১ এবং ২ এর উদ্যেগে বিটি রোড - টবিন রডের মোড়ে বুধবার থেকে শুরু হয়েছে, মার্কসীয় এবং প্রগতিশীল পুস্তক বিপণন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। পুস্তক বিপণন কেন্দ্রটির নাম করন হয়েছে, সলিল চৌধুরী এবং ঋত্বিক ঘটক স্মরণে।
বৃহস্পতিবার এর আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেতা আভাস রায় চৌধুরী, আত্রেয়ী গ্রহ প্রমুখ।
মীনাক্ষী মুখার্জি বলেন, আরজি করের ঘটনা একটি প্রাতিষ্ঠানিক খুন। আরজি করের ঘটনায় পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে, একশো দিন পরেও সিবিআই ঘটনার মোটিভ জানাতে পারলোনা। তৃণমূল সরকারের ঢালাও দুর্নীতি এবং খুন ধর্ষণকে মদত দেওয়ার ঘটনাবলি তুলে ধরে তিনি বলেন, কুরুচিপূর্ণ সংস্কৃতিকে মদত দিচ্ছে সরকার।
সমগ্র ভারতে মহিলাদের নিগৃহীত করার সামন্ত তান্ত্রিক জুলুমের কথা উল্লেখ করে তিনি বলেন, ধনতান্ত্রিক সমাজব্যবস্থায় মেয়েদের মুনাফার প্রয়োজনে ব্যবহার করা শুরু হয়। সংগ্রামের মধ্যে দিয়ে কর্মরত মহিলারা তাদের দাবি কিছুটা আদায় করলেও নয়া উদারনীতির যুগে মহিলাদের উপরে ছাঁটাই এর খড়্গ সবচেয়ে বেশি নামিয়ে আনা হয়েছে। তিনি বলেন, মহিলাদের সম্পর্কে পশ্চাদপদ মানসিকতা পাল্টাতে হবে।
সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের অগ্রগতির ইতিহাসের কথা উল্লেখ করে তিনি বলেন, গরীব সাধারণ মেহনতী মানুষের স্বার্থে পরবর্তন কি ভাবে করা সম্ভব এই প্রশ্নের উত্তর হচ্ছে সমাজব্যবস্থার আমূল পরিবর্তন।
Minakshi Mukherjee
বাংলা দেখিয়েছে লড়তে জানে, থাকতে হবে রাস্তাতেই : মীনাক্ষী
×
Comments :0