কৌশিক দাম
পাহাড় ও সমতলে প্রবল বৃষ্টির জেরে জলপাইগুড়ি জেলার একাধিক এলাকা প্লাবিত হওয়ার পর থেকে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি বৃহস্পতিবার দিনভর জেলার বিভিন্ন বন্যা দুর্গত অঞ্চল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। কোচবিহারের বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের পর জলপাইগুড়িতে এসে তিনি সরকারের মানবিকতার অভাব নিয়ে গুরুতর অভিযোগ তোলেন। বন্যা দুর্গতরা পাঁচ দিন পেরিয়ে গেলেও ঠিকমতো ত্রাণ না পাওয়ায় মীনাক্ষী মন্তব্য করেন, "সরকারের মানবিকতার যে অভাব রয়েছে তা এতে স্পষ্ট।"
পরিদর্শনের শুরুতে মীনাক্ষী যান ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতে, যা জলঢাকা নদীর বাঁধ ভেঙে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গতরা সেখানে অভিযোগ করেন, বন্যা কবলিত এলাকায় কোনো মন্ত্রী বা বড় নেতার দেখা মেলেনি, কেবল বিডিও বা জয়েন্ট বিডিওকে মাঝে মাঝে দেখা গেছে।
গধেয়ারকুঠির হোগলা পাতা এলাকায় রেল লাইনের ধারে তাবুতে আশ্রয় নেওয়া দুর্গতদের সঙ্গে দেখা করেন মীনাক্ষী। এরপর দুটি রেল লাইন পেরিয়ে তিনি পৌঁছান জলঢাকার বাঁধের মূল ভাঙন এলাকা ও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেই অঞ্চলে, যা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে ক্ষতিগ্রস্তরা ক্ষোভ উগরে দেন। তাঁরা জানান, এলাকায় মৃত গবাদি পশু পড়ে থাকায় ভয়াবহ দুর্গন্ধ ছড়াচ্ছে এবং তাদের প্রয়োজনীয় ওষুধের তীব্র অভাব রয়েছে। দুর্গতদের মূল দাবি, সরকার দ্রুত ভেঙে যাওয়া বাঁধ ও ঘরবাড়িগুলো নির্মাণ করে দিক।
ক্ষতিগ্রস্তদের অভাব-অভিযোগ শোনার পর মীনাক্ষী মুখার্জী সরকারের ভূমিকায় তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "দুর্গতদের পুনর্বাসন নিয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই। আমি, আপনি সবাই দেখতে পাচ্ছি, শুধু সরকার দেখতে পাচ্ছে না।" তিনি দাবি করেন রাজ্য সরকারকে মানবিক হয়ে বিপর্যস্ত মানুষগুলিকে দ্রুত ত্রাণ ও পূর্ণবাসনেরর। তিনি আরও বলেন, "বাড়ি-ভিটে সব গেছে, কিন্তু কেউ বিনা লড়াইয়ে ছেড়ে দেবে না।" মীনাক্ষী আশ্বাস দেন, ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি এলাকার দুর্গতদের জন্য মেডিক্যাল ক্যাম্প করা হবে এবং সাধ্যমতো ত্রাণ পৌঁছে দেওয়া হবে।
এদিন ধূপগুড়ি থেকে বেরিয়ে মীনাক্ষী যান ময়নাগুড়িতে। সেখানে সিপিআই(এম) পার্টি অফিস থেকে বেরিয়ে দুর্গাবাড়ি মোড় হয়ে ময়নাগুড়ি পুরান বাজারে অর্থ সংগ্রহ করা হয়। এরপর জাগৃতি মোড় ও সিনেমাহল মোড় ঘুরে ত্রাণ সংগ্রহ কর্মসূচি শেষ হয়। সংগৃহীত অর্থ ও ত্রাণ দ্রুত দুর্গতদের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
দিনের শেষে মীনাক্ষী মুখার্জি নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগানে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। সেখানেও তিনি দুর্গতদের অভাব-অভিযোগ শোনেন এবং মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। সিপিআই(এম) নেত্রীর এই সফর বন্যা দুর্গত এলাকায় সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগকে আরও জোরালো করল।
এদিন মীনাক্ষীর সঙ্গে ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য অলকেশ দাস, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য, রামলাল মুর্মু, হরিহর বসুনিয়া, সিকান্দার মাঝি সহ জেলা নেতৃত্ব।
Comments :0