Accident Mongalpur

বেহাল জাতীয় সড়ক, দুর্ঘটনায় মৃত্যু খনি শ্রমিকের

জেলা

জাতীয় সড়কের বেহাল রাস্তা ও উড়ালপুলের কারণে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল  খনি কর্মীর। ১৯ নং জাতীয় সড়কের উড়ালপুলের ভাঙাচোরা অংশে খনি কর্মীর মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে পড়লে অন্য একটি  গাড়ি তাকে ধাক্কা মারলে গুরুতরভাবে আহত হন আসানসোলের চিত্তরঞ্জনের বাসিন্দা  খনি কর্মী বামাপদ বাউরি (৪৫) । 
জানা গেছে , মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ ওই ব্যক্তি ইসিএলের  কাজোড়া এরিয়ার  সেন্টাল কাজোড়া কোলিয়ারিতে কাজে যোগ দিতে যাওয়ার সময় মঙ্গলপুর শিল্প তালুকের জুটমিল লাগোয়া উড়ালপুলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  ওই ব্যক্তিকে স্থানীয় একটি বেসরকারি  হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতীয় সড়কের উড়ালপুলের বিস্তীর্ণ অংশ দীর্ঘদিন ধরে খানা খন্দে ভরে  রয়েছে। যার জেরে এই এলাকায় দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Comments :0

Login to leave a comment