Modi China

গালওয়ানের পর প্রথম, আগস্টের শেষে চীনে যাচ্ছেন মোদী

জাতীয়

চীনের রাষ্ট্রপতি শি জিনপিঙের সঙ্গে মোদী।

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ বৈঠকে যোগ দিতে চীনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
চীনের তিয়ানজিনে ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর হবে এই শীর্ষ বৈঠক। এর আগে ২০১৯-এ মোদী শেষবার গিয়েছিলেন চীনে। 
২০২০-তে গালিয়ানে ভারত এবং চীনের সেনার মধ্যে সংঘাতের পর দু’দেশের সম্পর্কের গুরুতর অবনতি। সম্প্রতি যদিও পারস্পরিক সম্পর্কে ইতিবাচক করার পক্ষে প্রয়োজনীয় একাধিক সিদ্ধান্ত নেওয়া হয় দ্বিপাক্ষিক স্তরে। 
গালিয়ান সংঘাতের পর এই প্রথম চীন সফরে যাচ্ছেন মোদী। তার আগে ৩০ আগস্ট জাপানে যাবেন ভারতের প্রধানমন্ত্রী। সূচি অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বার্ষিক ভারত-জাপান শীর্ষ বৈঠকে যোগ দেবেন মোদী। 
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অনুগত হয়ে কাজ করেও শুল্কের শাসানি এড়াতে পারেনি মোদী সরকার। মুখ্যত চীনকে একঘরে করার জন্য তৈরি চার দেশের জোট কোয়াডের সদস্য ভারত। 
গত জুনে রাজনাথ সিং চীনে গিয়েছিলেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের প্রতিরক্ষা মন্ত্রী স্তরে বৈঠকে যোগ দিতে।

Comments :0

Login to leave a comment