ভয়ঙ্কর জাতি সংঘর্ষের পর যাননি। গিয়েছেন প্রায় আড়াই বছর পর। প্রতিশ্রুতি দিয়েছেন এবং শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তাঁর সফরকে ‘বিলম্বিত প্রহসন’ বললেন বিরোধীরা।
মণিপুরে শান্তি প্রতিষ্ঠায় সমস্যার জন্য বিরোধীদের দায়ী করেন মোদী। কিন্তু রাজ্যে বিভাজনের ক্ষত কত গভীর বুঝিয়েছে তাঁর সফর সূচি। কুকি প্রধান চুরাচাঁদপুর এবং মেইতেই প্রধান ইম্ফলে আলাদা করে জনসভা করেছেন প্রধানমন্ত্রী।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘‘মণিপুরে তিন ঘন্টার জন্য মোদীর এই সফর রাজ্যের মানুষকে গভীর অপমান ছাড়া কিছু নয়। গোটাই প্রহসন, দেখনদারি।’’
খাড়গে মোদীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘‘চুরাচাঁদপুর এবং ইম্ফলে আপনার রোড-শো আসলে জনতার যন্ত্রণা এড়ানোর ভীরু কৌশল।’’
মণিপুরে ২০২৩’র মে থেকে শুরু কুকি-মেইতেই জাতি সংঘর্ষে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। ৬৭ হাজার ঘরছাড়া। ১৫০০ আহত। সরকারি তথ্যের বাইরে যদিও ক্ষয়ক্ষতির আরও দীর্ঘ খতিয়ান রয়েছেন।
মোদীর উদ্দেশ্যে খাড়গে বলেছেন, ‘‘এই সময়ের মধ্যে আপনি ৪৬ বার বিদেশে গিয়েছেন। অথচ মণিপুরে যাওয়ার সময় পাননি!’’ তিনি বলেছেন, ‘‘রাজ্যের বিজেপি সরকার নিজের সাংবিধানিক দায়িত্ব পালন করেনি। রাষ্ট্রপতি শাসন জারি করে নিজেদের আড়াল করেছে বিজেপি।’’
তবে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘দীর্ঘ সময় এই রাজ্যে না যাওয়া নিয়ে বহু কথা হয়েছে। দেরি করে যাওয়া অন্তত না যাওয়ার চেয়ে ভালো।’’
সিপিআই(এম) রাজ্যসভা সদস্য জন ব্রিটাস বলেছেন, ‘‘আমরা বারবারই বলেছি সর্বদলীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে মণিপুরে চলুন প্রধানমন্ত্রী। শান্তি স্থাপনে সহায়ক হবে এমন উদ্যোগ। আমাদের কথা দু’বছর ধরে ফেলে রাখা হয়েছে। এমনকি মণিপুরের পরিস্থিতি নিয়ে সংসদে বিশদ বিতর্কের প্রস্তাবও খারিজ করা হয়েছে।’’
এদিন ইম্ফলে কংগ্রেস এবং মণিপুর পিপলস পার্টি বিক্ষোভ দেখিয়েছে। বলা হয়েছে, মণিপুরে ভোট আসছে। রাজনৈতিক উদ্দেশ্যে এসেছেন প্রধানমন্ত্রী, রাজ্যের জন্যতার জন্য নয়।’’
এদিন দুই জনসভায় মোদী বলেছেন, ‘‘পরবর্তী প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদী শান্তি স্থাপন প্রয়োজন। ভারত সরকার মণিপুরের মানুষের পাশে রয়েছে।’’
সরকারি হিসেব অনুযায়ী ৭ হাজার ৩০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন। মোদী বলেছেন, ‘‘গত কয়েক বছরে ৩,৭০০ কোটি টাকা খরচ করা হয়েছে মণিপুরে জাতীয় সড়ক তৈরিতে। আরও ৮,৭০০ কোটি টাকার কাজ চলছে জাতীয় সড়কের।’’
মণিপুরে জাতি সংঘর্ষের পিছনে বিজেপি-আরএসএস’র বিভাজনের প্রচারকে চিহ্নিত করেছে প্রায় সব অংশ। সংখ্যাগরিষ্ঠ মেইতেইদের সমর্থন নিশ্চিত করতে কুকি গোষ্ঠীর বিরুদ্ধে ধারাবাহিক প্রচার চলেছে। এমনকি বিজেপি নেতা এন বীরেন সিং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ বসে কুকিদের বহিরাগত বলে গিয়েছেন। সংঘর্ষের সময়েও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।
মণিপুরের পাশাপাশি মিজোরাম, আসাম, পশ্চিমবঙ্গ এবং বিহারে এই পর্বে সফর করছেন মোদী। নির্বাচনের মুখে থাকা রাজ্যগুলিতে মোট ৭১ হাজার কোটি টাকার প্রকল্পের ঘোষণা হবে।
Narendra Modi Manipur
‘বিলম্বিত প্রহসন’, মোদীর মণিপুর সফরে মন্তব্য খাড়গের

×
মন্তব্যসমূহ :0