Samabay Bachao Mancha

সমবায় বাঁচাও মঞ্চের রাজ্য সম্মেলন শুরু বরানগরে

রাজ্য

বরানগরে পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে বলছেন বিকাশ ভট্টাচার্য। ছবি: অভিজিৎ বসু

'সমবায় আমার, সমবায় তোমার, সমবায় সকলের' স্লোগানে শুরু হলো পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের পঞ্চম রাজ্য সম্মেলন। 
রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় বরানগরে। সমাবেশে সভাপতিত্ব করেন ভোলানাথ দত্ত। প্রধান বক্তা ছিলেন রাজ্যসভার সদস্য এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সৃজন ভট্টাচার্য। 
সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন আইন মন্ত্রী রবি লাল মৈত্র। ছিলেন অমিয় পাত্র, সংগঠনের রাজ্য সম্পাদক সুকান্ত মুখার্জি, কিশোর গাঙ্গুলী, সানু রায়, তন্ময় ভট্টাচার্য প্রবাল পোদ্দার সহ পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের রাজ্য নেতৃত্ব। 
শনি ও রবিবার প্রভাত ভট্টাচার্য নগর (বরানগর) রঞ্জিত মিত্র শেখর সাহা ও নির্মল মিত্র মঞ্চ (যমুনা ভবন)-এ চলবে রাজ্য সম্মেলন।
সম্মেলনে ৩২৫ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন রাজ্য সম্পাদক সুকান্তি মুখার্জি। সংগঠনের কোষাধ্যক্ষ সন্দীপ মন্ডল হিসেব পেশ করেন।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন