Ashadudin Owaisi

এশিয়া কাপের ম্যাচের আগে বিজেপিকে নিশানা করলেন ওয়েসি

জাতীয়

এশিয়া কাপের ভারত পাকিস্তানের ম্যাচের আগে বিজেপিকে নিশানা করলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি। সংবাদমাধ্যমকে হায়দরাবাদের সাংসদ বলেছেন, ‘বিজেপি নেতাদের প্রশ্ন করতে চাই যে কেন সন্ত্রাসবাদীদের মদত দেওয়া পাকিস্তানের সাথে খেলা হচ্ছে? কেন তাদের সাহসে কুলালো না এই ম্যাচ বাতিল করার?’
তিনি বলেন, বিজেপির কাছে ম্যাচের থেকে উপার্জিত অর্থই কি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলো আমাদের ২৬ জন সহ নাগরিকদের প্রাণের থেকে?
ওয়েসি বলেন, ‘প্রধানমন্ত্রী পহেলগামের সন্ত্রাসবাদী হামলার ঘটনার পর বলেছিলেন রক্তপাত, আলোচনা এবং জল একসাথে চলতে পারে না। বিসিসিআই এই একটা ম্যাচ থেকে কত টাকা পেতে পারে দুই হাজার কোটি বা তিন হাজার কোটি? এই টাকা আমাদের দেশের ২৬ জন সহ নাগরিকদের জীবনের থেকে বেশি হলো? যারা সেদিন সন্ত্রাসবাদী হামলায় নিহত হয়েছিলেন তাদের পরিবারের পাশে আমাদের সব সময় থাকতে হবে।’
কংগ্রেস নেতা অভিষেক দত্ত’ও এই ম্যাচ নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার দাবি করে এসেছে সন্ত্রাসবাদ এবং আলোচনা কখনও একসাথে চলতে পারে না। বিদেশের সাংসদদের প্রতিনিধি দল পাঠিয়েছে সরকার সন্ত্রাসবাদীদের মদতের ক্ষেত্রে পাকিস্তানের কি ভূমিকা তা বোঝানোর জন্য। আজ যখন এশিয়া কাপের ম্যাচে ভারত পাকিস্তান মুখোমুখি হবে তখন গোটা বিশ্বের কাছে কি বার্তা যাবে?

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন