ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের নাগেশ্বরী চা বাগানে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে বচসার জেরে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠেছে অন্য এক ব্যক্তির বিরুদ্ধে। মৃতের নাম মংলা ভূমিজ (৪৫)। তিনি ওই চা বাগানের ২২ নম্বর পাকা লাইনের বাসিন্দা। অভিযুক্ত মংলু ওরাওঁকেও ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় মাস ধরে মংলু ওরাওঁ মংলা ভূমিজের বাড়িতে গবাদি পশুর দেখাশোনার কাজ করতেন। বুধবার গভীর রাতে কোনও একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে তীব্র বচসা শুরু হয়। সেই বচসা দ্রুত হাতাহাতিতে পৌঁছায়। অভিযোগ, রাগের মাথায় মংলু ওরাওঁ একটি শক্ত বস্তু দিয়ে মংলা ভূমিজের মাথায় সজোরে আঘাত করেন। তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং তাঁর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে রাতেই মেটেলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে এবং অভিযুক্ত মংলু ওরাওঁকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার মানুষের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Nageshwari Tea Garden
নাগেশ্বরী চা বাগানে বচসা থেকে খুন, গ্রেপ্তার অভিযুক্ত

×
Comments :0